fbpx
হোম জাতীয় ডেঙ্গুজ্বরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর মৃত্যু
ডেঙ্গুজ্বরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর মৃত্যু

ডেঙ্গুজ্বরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর মৃত্যু

0

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফারজানা (৪৩) নামে আরেক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ বছর ঢামেকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা আটজনে দাঁড়াল।

জানা গেছে, মৃত ফারজানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনিক্স ইউনিটের উপপরিচালক(উপসচিব) ড. নুরুল আমিনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিল। সোমবারই সে হাসপাতালে ভর্তি হয়। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে আটজন মারা গেছেন, যার মধ্যে ছয়জনই নারী। ঢামেকে এখন পর্যন্ত মারা যাওয়া রোগীরা হলেন- ফরিদপুরের রাবেয়া (৫০), আজমপুরের ফাতেমা (৪৩), এলিফেন্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০), লালবাগের ফরহাদ (৪৪) ও গাজীপুরের রিতা (২৮)।

গতকাল সোমবার সকাল ১০টা পর্যন্ত ৫৯৩ জন ডেঙ্গু রোগী ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানান ডা. নাসির উদ্দিন।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *