fbpx
হোম গণমাধ্যম ডিইউজের সঙ্গে এসএ টিভির বৈঠক শেষে আন্দোলন স্থগিত
ডিইউজের সঙ্গে এসএ টিভির বৈঠক শেষে আন্দোলন স্থগিত

ডিইউজের সঙ্গে এসএ টিভির বৈঠক শেষে আন্দোলন স্থগিত

0

এসএ টেলিভিশনের ৮ জন প্রতিবেদকসহ (প্রতিবেদক ৮জন, ব্রডকাষ্ট ও প্রোগাম বিভাগ ১০ জন) বিভিন্ন পদে থাকা মোট ১৮ জনের দাবি মেনে নিয়েছেন এসএ টেলিভিশন কর্তৃপক্ষ ।

সস্প্রতি ১৮ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাকরিচ্যুত করলে এসএ টিভির সামনে আন্দোলন করেন তারা। গত কয়েকদিন থেকে সেই আন্দোলনের মুল কারণ ছিল কোন ধরনের অগ্রিম চিঠি বা কর্মকর্তাদের কোন মাধ্যমে জানানো হয়নি কেন কি কারনে তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।

তাই তারা চাকরিতে পুনর্বহাল এবং বেতন ও ইনক্রিমেন্ট নিয়মিত করার দাবি করে আসছিল। অবশেষে সেই বেতন পরিশোধের কথা সাংবাদিক ইউনিয়নের সাথে বোঝাপড়া হয়েছে বলে জানা যায়।

এসএ টিভির এক কর্মকর্তা জানান, ১১ নভেম্বর বুধবার সন্ধার পরে পরে তাদের বেতন ও ইনক্রিমেন্ট পরিশোধে মালিকপক্ষ রাজি হয়েছেন। তাদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সাথে ডিউইজের বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। তবে চাকরি পুনর্বহাল হবেনা বলেও তথ্য নিশ্চিত করেন ওই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর বিকেলে আন্দোলনকারীরা এসএ টিভির কার্যালয়ের সামনে অবস্থান নেন। ওইদিন তারা দুই ঘণ্টার মতো অবস্থান করে শনিবার এসএ টিভি কার্যালয়ের ফটকে তালাও ঝুলিয়ে দিয়েছেন।আন্দোলনকারীদের অনেকের দাবি ছিল, এসএ টিভির অনৈতিক কাজে রাজি না হওয়ায় এই চাকরিচ্যুত আমরা কোনভাবেই মেনে নিতে পারিনা। আমরা প্রয়োজনে কঠোর আন্দোলনে যাবো।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *