fbpx
হোম অন্যান্য ডাকসু’র জিএস পদে থাকার নৈতিক অধিকার নেই রাব্বানীর: পীর হাবিব
ডাকসু’র জিএস পদে থাকার নৈতিক অধিকার নেই রাব্বানীর: পীর হাবিব

ডাকসু’র জিএস পদে থাকার নৈতিক অধিকার নেই রাব্বানীর: পীর হাবিব

0

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা পীর হাবিবুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য। মুজিব কন্যা আপনি আরও কঠিন হন। শোভন-রাব্বানী অসুস্থ নষ্ট রাজনীতির শিকার। দিনে দিনে অসুস্থ রাজনীতির কলঙ্কের পথে এরা বেপরোয়া দাম্ভিক হয়ে ভুলে গিয়েছিলো সব বাড়াবাড়ির সীমা আছে, দম্ভেরও পতন আছে, পাপেরও শাস্তি আছে। আজ তারা প্রাপ্য শাস্তি সাংগঠনিকভাবে পেয়েছে। অতীতে অনেকেই যদিও পার পেয়ে গেছে। এবার ধরা খেয়েছে।

পীর হাবিব,  একটি রাজনৈতিক কলামে এসব মন্তব্য করেন। তিনি এতে আরো বলেন, শোভন রাব্বানীর বিরুদ্ধে আইনি ব্যবস্হা এখন কি হবে এটা দেখার বিষয়। রাব্বানীর ডাকসু জিএস পদে থাকারও আর নৈতিক অধিকার নেই। অব্যাহতি দিতে হবে ডাকসুকে। এদেরকে দল ও প্রশাসনের কারা প্রশ্রয় দিয়েছেন, কারা মদদ দিতেন, সুবিধা নিতেন তাদের মুখোশও গনমাধ্যম ও দলের হাইকমান্ডের উন্মোচন করে ব্যবস্থা নেয়া জরুরী।

পীর হাবিব আক্ষেপ করে বলেন, একদা যে ছাত্রলীগের নেতৃত্বে আসা জাতির সোনার সন্তানরা বাসে, ট্রেনে সাংগঠনিক সফর করতেন সেখানে একালের ক্ষমতাসীন ছাত্রলীগের নেতারা যেতেন হেলিকপ্টারে উড়ে, বিমানে দলবল নিয়ে ভিআইপি লাউন্জ ব্যবহারই নয়, দলবল নিয়ে দখল করে উড়োজাহাজের দরজা পর্যন্ত সেলফি তুলেছেন। এই ছাত্রলীগ তার ঐতিহ্যের উত্তরাধিকারিত্ব বহন করেনা, তাই শাস্তি পেতে হয়েছে। মুজিব কন্যাকে অভিনন্দন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *