fbpx
হোম আন্তর্জাতিক ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে তদন্ত
ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে তদন্ত

ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে তদন্ত

0

 সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ক্রমেই এগিয়ে আসছে বিপদ। একদিকে তার রাজনৈতিক জীবন পড়েছে সংকটে, অন্যদিকে এখন বৈষয়িক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন তিনি। তার প্রতিষ্ঠান ট্রাম্প অর্গেনাইজেশন এবং এর প্রধান অর্থ-কর্মকর্তা অ্যালেন উইসেনবার্গ কর সংক্রান্ত অপরাধের তদন্তে অভিযুক্ত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এ খবর জানিয়েছে।ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, ট্রাম্পের প্রতিষ্ঠান ও এর অর্থ কর্মকর্তার বিরুদ্ধে আনা কর সংক্রান্ত অভিযোগ সম্পর্কে এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বিষয়টি খোলাসা হতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে এসব অভিযোগে অভিযুক্ত হবেন না। অবশ্য ইতোমধ্যে ক্ষমতায় থাকাকালে দুইবার অভিসংশিত হওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করেছে নিউইয়র্ক সিটি।

ট্রাম্পের পরিবারিক কোম্পানী ট্রাম্প অর্গেনাইজেশনে রয়েছে বেশ কয়েকটি বিলাশবহুল হোটেল, গলফ ক্লাব এবং অন্যান্য সম্পদ। ম্যানহাটানের ডিস্ট্রিক্ট এ্যাটর্নি ও স্ট্যাট এ্যাটর্নি জেনারেলের তদন্তের মাধ্যমে অভিযুক্ত হওয়ায় এখন ট্রাম্পের কোম্পানী অধিকতর তদন্তের আওতায় যাবে। ট্রাম্প সমর্থকরা বলছেন, এ তদন্ত রাজনৈতিক প্রভাবিত।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *