fbpx
হোম আন্তর্জাতিক টেলিভিশনে নারী নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে যাবে আফগানিস্তানের গণমাধ্যম
টেলিভিশনে নারী নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে যাবে আফগানিস্তানের গণমাধ্যম

টেলিভিশনে নারী নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে যাবে আফগানিস্তানের গণমাধ্যম

0

তালেবান কর্তৃক ক্ষমতা দখলের পরেই আফগানিস্তানের নারীদের নিয়ে নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। ধর্মীয় নিয়মের আওতায় অনেক খাতেই তাদের নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়মের আওতায় আফগানিস্তানের টেলিভিশনে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করেছে তালেবান। এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে দেশটির সাংবাদিকরা।

ব্রিটিশ গনমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, গত রবিবার এক ঘোষণায় পুণ্যের প্রচার এবং দুষ্টের প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠান ও বিজ্ঞাপনে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করেছে। সেইসঙ্গে ইসলামের সঙ্গে পরিপন্থী এমন তথ্যও প্রচার করা যাবেনা। গণমাধ্যমে কর্মরত নারীদের বাধ্যতামূলক হিজাব পরিধান করতে হবে।

আফগান সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন দেশটির গণমাধ্যম জ্যান টিভির নারী প্রযোজক ও রিপোর্টাররা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তারা বলেছেন, এই সিদ্ধান্তের ফলে গণমাধ্যমের স্বাধীনতা ও নারী গণমাধ্যমকর্মীদের উপস্থিতি হ্রাস করবে।

ফেডারেশন অব আফগান জার্নালিস্টের সদস্য হুজাতুল্লা মুজাদিদি বলেন, সরকারের এমন সিদ্ধান্তের কারণে অনেক গণমাধ্যম ইচ্ছার বিরুদ্ধে বন্ধ হয়ে যাবে। কারণ অনেক অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। বিজ্ঞাপনগুলোর প্রচারেও আনতে হচ্ছে নতুন নিয়ম। এতে আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে গণমাধ্যমগুলো। পরিস্থিতির সঙ্গে মানান্সই হতে না পেরে অনেকেই কার্যক্রম বন্ধ করে দিতে পারে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *