fbpx
হোম ক্রীড়া টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান বিরাট কোহলির
টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান বিরাট কোহলির

টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান বিরাট কোহলির

0

প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান করলেন বিরাট কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ৩৯তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলি।

এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার পূর্ণ হয় ভারতের অধিনায়ক কোহলির। এজন্য ৩১৪টি ম্যাচ ও ২৯৯টি ইনিংস খেলেছেন তিনি।

প্রথম ভারতীয় হলেও, বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক অর্জন করেন কোহলি। কোহলির আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল-কাইরন পোলার্ড, পাকিস্তানের শোয়েব মালিক ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

এখন পর্যন্ত ৪৪৭ ম্যাচে ১৪২৭৫ রান করেছেন গেইল, ৫৬৪ ম্যাচে ১১২০২ রান করেছেন পোলার্ড, ৪৩৭ ম্যাচে ১০৮৩২ রান করেছেন মালিক, ৩১৪ ম্যাচে ১০০৩৮ রান করেছেন কোহলি এবং ৩০৬ ম্যাচে ১০০১৯ রান করেছেন ওয়ার্নার।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *