fbpx
হোম আন্তর্জাতিক জয়ের পথে বাইডেন, মামলা করলেন ট্রাম্প !
জয়ের পথে বাইডেন, মামলা করলেন ট্রাম্প !

জয়ের পথে বাইডেন, মামলা করলেন ট্রাম্প !

0

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় দাবি করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। যদিও চূড়ান্ত জয়-পরাজয় এখনো ঝুলে আছে। ভোট নিষ্পত্তির জন্য আইনি লড়াইয়ে নামছে উভয় দল।

গুরুত্বপূর্ণ রাজ্য উইসকনসিন, পেনসিলভানিয়া এবং মিশিগানে ভোট গণনাকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছে ট্রাম্পের প্রচারণা শিবির।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্য বলছে, মিশিগানে বাইডেন জয় পেয়েছেন। মার্কিন গণমাধ্যমের পূর্বাভাস উইসকনসিনেও বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী। পেনসিলভানিয়ার ফলাফল এখনো প্রকাশ পায়নি।

জটিলতাপূর্ণ এ তিন রাজ্যে উতরে গেলে জয় চলে আসবে বাইডেনের হাতে। নিজেকে বিজয়ী ঘোষণা আপাতত স্থগিত রাখলেও বাইডেন বলেছেন, ট্রাম্পকে হারাতে তিনি অবশ্যই আত্মবিশ্বাসী।

মঙ্গলবারের নির্বাচনে ১২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে। মার্কিন নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, এবার ভোট পড়েছে ৬৬ দশমিক ৯ শতাংশ।বুধবার বিকেলে ডেলাওয়্যার রাজ্যের উইলমিংটন থেকে বাইডেন জানান, ভোট গণনা শেষ হলে আমরাই জয়ী হব বলে বিশ্বাস করি।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সরকার গঠন করতে যাচ্ছি আমি। প্রেসিডেন্সি একপক্ষীয় কোনো প্রতিষ্ঠান নয়। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী আরও বলেন, পেনসিলভানিয়ার বিষয়ে তিনি খুবই আশাবাদী। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা শিবির জানিয়েছে, বৈধভাবে ভোট গণনার ভিত্তিতে ওই রাজ্যে নিজেদের বিজয়ী ঘোষণা করছে তারা।

ট্রাম্পের প্রচারণা শিবিরের জ্যেষ্ঠ সহযোগী জ্যাসন মিলার বলেন, এ সপ্তাহের শেষের দিকে পুরো জাতির কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পরবর্তী চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

প্রশ্ন ট্রাম্প কি এখানো জয়ী হতে পারেন?

হোয়াইট হাউসে যাওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন বাইডেন। ডেমোক্র্যাটরা পেয়েছেন ২৬৪টি ভোট। আর ২১৪টি পেয়েছেন রিপাবলিকানরা।

জাতীয় পর্যায়ে নয়, বরং রাজ্য পর্যায়ে ভোট দিয়ে মার্কিনরা প্রতিনিধি নির্বাচন করেন। জনসংখ্যার ওপর ভিত্তি করে রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট নির্ধারণ করা হয়। ৫০টি রাজ্যে মোট ইলেকটোরাল কলেজ ভোট ৫৩৮টি।

ক্ষমতায় থাকার জন্য ট্রাম্পকে অবশ্যই জর্জিয়া (ইলেকটোরাল কলেজ ভোট ১৬), নর্থ ক্যারোলিনা (ইলেকটোরাল কলেজ ভোট ১৫), পেনসিলভানিয়ায় (ইলেকটোরাল ভোট ২০) জয়ী হতে হবে। পাশাপাশি ক্ষমতায় থাকার জন্য অ্যারিজোনা (ইলেকটোরাল কলেজ ভোট ১১) এবং নেভাদার (ইলেকটোরাল কলেজ ভোট ৬) মধ্যে যে কোনো একটিতে জয় পেতে হবে।

ট্রাম্প নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়ায় এগিয়ে আছেন। নেভাদায় অধিকাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে অল্প ব্যবধানে অবস্থান করছেন ট্রাম্প-বাইডেন।

ট্রাম্পের প্রচারণা শিবিরের প্রত্যাশা তারা এখনো অ্যারিজোনায় জয়ী হতে পারবে। এ রাজ্যের ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, রাজ্যটিতে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন ডেমোক্র্যাটরা।

তবে রাজ্যের গভর্নর ডৌগ ডুসে জানিয়েছেন, গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত রাজ্যের ভোটের ফলাফল ঘণ্টায় ঘণ্টায় পরিবর্তন হচ্ছে।

তিনি বলেন, এখনো কয়েক হাজার ভোট গণনা বাকি। যা খুবই গুরুত্বপূর্ণ। কাউকে বিজয়ী ঘোষণার আগে অবশ্যই ভোট গণণা শেষ না হওয়া পর্যন্ত আমাদের ধৈর্য ধরে অপক্ষো করতে হবে। তার এমন বিবৃতি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনকে প্রশ্নবিদ্ধ করেছে। এর আগে ফক্স জানায় অ্যারিজোনায় বাইডেন জয়ী হয়েছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *