fbpx
হোম ক্রীড়া জয়সুরিয়াও ভারতীয় জুয়াড়ির ফাঁদে
জয়সুরিয়াও ভারতীয় জুয়াড়ির ফাঁদে

জয়সুরিয়াও ভারতীয় জুয়াড়ির ফাঁদে

0
দীপক আগারওয়াল নামে এক জুয়াড়ির কাছ থেকে ম্যাচ গড়াপেটার প্রস্তাবে সাড়া না দিয়ে নিষেধাজ্ঞায় পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতীয় গণমাধ্যমগুলোতে এরই মধ্যে তুলে ধরা হয়েছে এ জুয়াড়ির আদ্যোপান্ত। বলা হচ্ছে, কৌশলী এ জুয়াড়ির ফাঁদে পড়ে হুমকির মুখে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার।

ম্যাচ পাতাননি। প্রস্তাব পেয়ে ফিরিয়ে দিয়েছেন। তারপরও কপাল পুড়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। সব ধরনের ক্রিকেটে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে তার ওপর। শুধু সাকিবই নন, এর আগেও এমন বাস্তবতার মুখোমুখি হন বেশ কয়েকজন ক্রিকেটার।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ম্যাচ পাতানোর প্রস্তাব এসেছিল দীপক আগারওয়াল নামে এক জুয়াড়ির কাছ থেকে। প্রশ্ন উঠেছে কে এই দীপক আগারওয়াল? তিনি কি সত্যিই জুয়াড়ি, নাকি জুয়াড়ি সেজে ফাঁদে ফেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডারকে?

ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুসন্ধানে বেরিয়ে এসেছে দীপকের বেশ কিছু অজানা তথ্য। বাড়ি ভারতের হরিয়ানায় হলেও তিনি থাকেন দুবাইয়ে। ভারতের ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনে ক্রিকেট একাডেমিও আছে তার। ম্যাচ পাতানোর খুব বড় কোনো সিন্ডিকেটের সঙ্গে যুক্ত নন তিনি। তার প্রধান কাজ খেলোয়াড়দের অনুসরণ করে তাদের কাছাকাছি যাওয়া এবং দলের ভেতরের বিভিন্ন খবর সংগ্রহ করা। এরপর খেলোয়াড়দের আস্থা অর্জন করতে পারলেই ম্যাচ পাতানোর ফন্দি আটেন এ জুয়াড়ি। সর্ব প্রথম আবুধাবিতে একটি ম্যাচ পাতানোর সন্দেহে আইসিসির নজরে আসেন তিনি। শ্রীলঙ্কার শীর্ষ ব্যাটসম্যান সনাৎ জয়সুরিয়াকেও ফাঁদে ফেলেন দীপক।

তবে জুয়াড়িদের কাছে কোনো অনৈতিক সুবিধা না নিয়েও আইসিসির নিয়মের বেড়াজালে পড়েছেন সাকিব। তার এই ঘটনা শিক্ষণীয় হয়ে থাকবে অন্য ক্রিকেটারদের জন্য।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *