fbpx
হোম অনুসন্ধান জামায়াতের দলছুটদের তাত্ত্বিক গুরু কি ফরহাদ মজহার ?
জামায়াতের দলছুটদের তাত্ত্বিক গুরু কি ফরহাদ মজহার ?

জামায়াতের দলছুটদের তাত্ত্বিক গুরু কি ফরহাদ মজহার ?

0

২২২ সদস্যের আহবায়ক কমিটি নিয়ে আত্মপ্রকাশ করেছে জামায়াতের দলছুট নেতাকর্মী ও সমর্থকদের নতুন রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি । তবে নতুন দলে কোন ডাকসাইটে রাজনীতিককে দেখা যায়নি। কমিটির সদস্যদের অধিকাংশই মূলত জামায়াতের বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে আসা । কমিটিতে আইনজীবীদেরও আধিক্য দেখা গেছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বলা হয়েছে, আগামী ১ বছরের মধ্যে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে ।

জামায়াতের দলছুট নেতাদের এ রাজনৈতিক দল সম্পর্কে রাজনীতি বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধান অনুযায়ী যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে । যারা এই দলে যুক্ত হয়েছেন তাদের ৯৯ ভাগই জামায়াতের সাবেক নেতা-কর্মী বা সমর্থক পর্যায়ের । জামায়াতের মধ্যে যারা ইসলামী মোড়কবদ্ধ হয়ে রাজনীতি করতে চান না, তারাই মূলত এর উদ্যোক্তা ।

তবে, তারা যে মানুষের অধিকারের রাজনীতি করার কনসেপ্ট তুলে ধরেছেন, এটা লেখক ও গবেষক ফরহাদ মজহারের চিন্তা থেকেই এসেছে । ফরহাদ মজহারও তাঁর পাঠচক্রগুলোতে একই বিষয়ে জনমত গঠন করার জন্য অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন । তাছাড়া নতুন দলটির প্রধান সংগঠক মুজিবুর রহমান মন্জুর সঙ্গে হেফাজতের আন্দোলনের সময় থেকে ফরহাদ মজহারের সঙ্গে সখ্যতা গড়ে উঠে। ফলে ফরহাদ মজহার তাদের তাত্ত্বিক গুরু হলেও হতে পারেন ।’

মহিউদ্দিন আহমদ আরো বলেন, ‘জামায়াত থেকে বেরিয়ে বর্তমান রাজনৈতিক অবস্থায় তারা যে খুব সুবিধা করতে পারবে, সেই সম্ভাবনা দেখা যাচ্ছেনা। ’

 

Like
Like Love Haha Wow Sad Angry
4

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *