fbpx
হোম অন্যান্য জামালপুরের সরিষাবাড়িতে জন্ম নিয়েছে ৫ পায়ের বাছুর !
জামালপুরের সরিষাবাড়িতে জন্ম নিয়েছে ৫ পায়ের বাছুর !

জামালপুরের সরিষাবাড়িতে জন্ম নিয়েছে ৫ পায়ের বাছুর !

0

এই বাড়ি থেকে ওই বাড়ি তিড়িং বিড়িং করে দৌড়াচ্ছে ৫ পায়ের বাছুর ! কখনো মায়ের আশেপাশে, কখনো আবার খোলা মাঠে আপন মনে নেচে বেড়াচ্ছে সে। বিরল এই বাছুরের নাচ দেখতে মেতে উঠেছে পুরো গ্রাম। তার পিঠের উপরে মেরুদণ্ডের প্রধান হাড়ের সঙ্গে সংযুক্ত অতিরিক্ত একটি পা অদ্ভুদভাবে বেঁকে কুজের আগে ডান দিকে ঝুলছে। স্বাভাবিকভাবে অন্য চারটি পায়ের সঙ্গে সমান তালে বেড়ে উঠছে পিঠের উপরের ওই পা। জন্মের পর বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী লোকজন ভিড় করতো বাছুরটিকে এক নজর দেখার জন্য। এ অবস্থা এখনো চলছে। পাঁচ পায়ের বাছুরের কথা শুনে একনজর দেখে ফোনে ছবিও তুলে নিচ্ছেন অনেকে।

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের ঘুইঞ্চা চরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাহফুজুর রহমানের গাভি মাস খানেক আগে এমন একটি বাছুর জন্ম দেয়। সেজাব আলী বলেন, একটু আগেই বাছুরটি আমাদের বাড়িতে দৌড়ে এসেছিলো। বাছুরটি দেখতে অনেক লোক জড়ো হয়েছিলো।

মহিষ চড়াতে আসা কামাল বলেন, আমি এ রকম একটি গরু মাদারগঞ্জে সার্কাসে দেখেছিলাম। তারা যদি খবর পায় তাহলে এটাকেই কিনে নিয়ে যাবে।

মাহফুজুরে রহমানের স্ত্রী বলেন, এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। আমাদের করার কিছুই নেই। যা করার আল্লাহই করবেন।

পাঁচ পায়ের বাছুর সম্পর্কে মাহফুজুর রহমান বলেন, তার দেশীয় জাতের গাভিটি স্বাভাবিকভাবেই পাঁচ পায়ের বাছুরটিকে জন্ম দেয়। জন্মের পর বাছুরটিকে নিয়ে চিন্তা করেছিলাম বাঁচবে কি-না। কিন্তু এখন আর সে চিন্তা নেই। অন্য বাছুরের সঙ্গে দৌড়ে বেড়াচ্ছে সমান তালে। কোনো সমস্যা নেই তার।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত কোনো পশু ডাক্তার দেখানো হয়নি। দেখানোর ইচ্ছাও নেই। অন্য বছর প্রতিদিন গাভিটি দুই থেকে আড়াই কেজি দুধ দিত। এ বছর দুধ দোহানো বাদ দিয়েছি। আজ বেশি দুধ খাওয়ার ফলে পেট খারাপ হয়েছে বাছুরটির।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *