fbpx
হোম রাজনীতি জাতীয় পার্টি কারও লেজুড়বৃত্তি করে না: জিএম কাদের
জাতীয় পার্টি কারও লেজুড়বৃত্তি করে না: জিএম কাদের

জাতীয় পার্টি কারও লেজুড়বৃত্তি করে না: জিএম কাদের

0

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলছে। জাতীয় পার্টি কারও লেজুড়বৃত্তি করে না। নির্বাচনে কোন দলের সঙ্গে জোট হবে তাও নিশ্চিত নয়। তাই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। নির্বাচনের আগেই পার্টিকে সুসংহত করতে হবে। রোববার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির নীতিনির্ধারণী বিষয়ে পার্টি চেয়ারম্যান ও মুখপাত্র হিসাবে মহাসচিব কথা বলবেন। এছাড়া কেউ নীতিনির্ধারণী বিষয়ে কথা বললে তা দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসাবে বিবেচিত হবে। তিনি আরও বলেন, জাতীয় পার্টি গণমানুষের কথা বলতেই রাজনীতি করছে। আমরা দেশ ও মানুষের স্বার্থ রক্ষার আন্দোলনে সংসদের পাশাপাশি রাজপথেও ভূমিকা রাখব।

জিএম কাদের বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে জনগণের প্রতি সরকারের কোনো দরদ নেই। তাই অযৌক্তিকভাবে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে। ওয়াসার পানির দামও বাড়াতে চাচ্ছে। ফলে পণ্যের পরিবহণ ব্যয় বেড়ে গেছে। তাই প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয় বাড়ছে প্রতিদিন। সংসার চালাতে হিমশিম সাধারণ মানুষ। দেশের মানুষ এমন অবস্থা থেকে মুক্তি পেতে চায়। আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আমরা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতেই রাজনীতি করছি।

সভায় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেন, আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে পল্লীবন্ধুর রাজনীতি ছড়িয়ে দেব। নির্বাচনের আগেই শক্তিশালী জাতীয় পার্টি দেখবে দেশের মানুষ। আওয়ামী লীগ বা বিএনপি নয়, আগামী দিনে দেশের ভবিষ্যৎ নির্মাণ করবে জাতীয় পার্টি। সভায় প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নেতারা সাংগঠনিক অগ্রগতি তুলে পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করেন। এ সময় দলের কর্মসূচি এগিয়ে নিতেও নির্দেশনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *