fbpx
হোম বিনোদন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে স্থান পেলেন রিয়াজ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে স্থান পেলেন রিয়াজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে স্থান পেলেন রিয়াজ

0

২০১৯ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গঠন করা হয়েছে জুরি বোর্ড। সেখানে  সম্মানিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন চিত্রনায়ক রিয়াজ।

বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে রিয়াজ বলেন, ‘গতকাল বুধবার (৫ আগস্ট) আমি তথ্য মন্ত্রণালয়ের একটি চিঠি পেয়েছি। আজ বৃহস্পতিবার থেকে ছবি দেখার কাজ শুরু হচ্ছে।’

উল্লেখ্য, ১৯৯৫ সালে ‘বাংলার নায়ক’ ছবি দিয়ে ঢালিউডে যাত্রা করেন রিয়াজ। এরপর দীর্ঘ ক্যারিয়ারে মহম্মদ হান্নানের ‘প্রাণের চেয়ে প্রিয়’, হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’, এসএ হক অলিকের ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ও ‘হৃদয়ের কথা’, মতিউর রহমান পানুর ‘মনের মাঝে তুমি’, সুচন্দার ‘হাজার বছর ধরে’, তৌকির আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ও গাজী মাহবুবের ‘প্রেমের তাজমহল’, সালাউদ্দিন লাভলুর ‘মোল্লাবাড়ির বউ’সহ অসংখ্য জনপ্রিয় ও প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে তিনবার জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *