fbpx
হোম অন্যান্য জমির ধানকাটা বন্ধ ,গোখরা সাপের ভয়ে
জমির ধানকাটা বন্ধ ,গোখরা সাপের ভয়ে

জমির ধানকাটা বন্ধ ,গোখরা সাপের ভয়ে

0

গোখরা সাপ আতঙ্কে ঘুম হারাম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক বাড়ির অর্ধশত সদস্যের। আর আতঙ্কে গোটা উপজেলা সদরের হাজার পাঁচেক মানুষ।

এমনকি সাপের ভয়ে বন্ধ রয়েছে জমির ধানকাটাও। এই অবস্থা চলছে গত ১৫ দিন ধরে। রাস্তায় বের হলেই মুখোমুখি হতে হচ্ছে সাপের। এতে মানুষের চলাচলে চরম ভয় ও উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

উপজেলা সদরের চারদিকে কার্বলিক এসিড ছিটানো হয়েছে। একই সঙ্গে টানানো হয়েছে লাল পতাকা। সাপ ধরার জন্যে উপযুক্ত লোক খোজ করছে স্থানীয় প্রশাসন।

স্থানীয়দের সর্তকতার সঙ্গে চলাফেরা করারও পরামর্শ দেওয়া হয়েছে। নাসিরনগর সদরের দত্তবাড়ির দালান ভাঙ্গার ইটের স্তূপে সন্ধান পাওয়া যায় সাপের বাসার।

ওই বাড়ির এক সদস্য প্রতীক দত্ত জানান, তাদের বাড়ির সীমানায় জোড় পুকুরের মধ্যবর্তী রাস্তায় পুরনো ভাঙা ইট স্তূপাকারে রাখা হয়েছে। সেখানেই সাপের আস্তানা। তাদের একটি দালান ভাঙ্গার পর ভাঙ্গাচুরা ইটগুলো পুরাতন বাড়ি লাগোয়া পুকুর পাড়ে মজুদ করে রাখা হয়। গত ৬ নভেম্বর সকালে এক রাখাল গরু নিয়ে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় ইটের ওপর রোদে পড়েছিল দুটি সাপ। এ সময় সাপ দুটি মেরে ফেলে সে। এরপর আরও অনেকে সাপ দেখতে পান। এখন সেই সাপ চারদিকে ছড়িয়ে পড়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *