fbpx
হোম অন্যান্য ছন্দের যাদুকর রেজাউল করিম কাওসারীর চির বিদায়
ছন্দের যাদুকর রেজাউল করিম কাওসারীর চির বিদায়

ছন্দের যাদুকর রেজাউল করিম কাওসারীর চির বিদায়

0

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় বক্তা আলহাজ্ব মাওলানা রেজাউল করিম কাওসারী মারা গেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হযেছিল ৫৫ বছর। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১ টায় তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাছ চাপরী জামে মসজিদের ইসলামী জলসায় বয়ানের শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রেজাউল করীম কাওছারী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া সড়াতলা গ্রামে ১৯৬৪ সালে আখেজ উদ্দিন খদগীরের ঘরে জন্মগ্রহণ করেন। জনপ্রিয় এই বক্তা উল্লাপাড়ার পশ্চিম বামনগ্রাম দাখিল মাদ্রাসার সুপার হিসাবে কর্মরত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সারা দেশে ইসলামী জলসায় সু-মধুর কন্ঠে ওয়াজ নসিহত করতেন। চমৎকার উপস্থাপনা, তথ্য নির্ভর যুক্তি আর অসাধারণ ছন্দময় শব্দের গাঁথুনী মিশ্রিত বক্তব্যের কল্যাণে অল্প সময়েই সারা বাংলাদেশে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। এমনকি ইউটিউব বা সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি সহজেই যে কাউকে আপন করে নিতে পারতেন।

উপজেলার কয়ড়া খামারপাড়া মাঠে (বিশাল ফলসি মাঠ) আজ বিকেল ৩টায় জানাজা শেষে তাকে নিজ গ্রাম কয়ড়া সরাতলা কবরস্থানে দাফন করা হয়। জনপ্রিয় এই মাওলানার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *