fbpx
হোম গণমাধ্যম চোখে ব্যান্ডেজ দিয়ে খবর পাঠ করে অভিনব প্রতিবাদ
চোখে ব্যান্ডেজ দিয়ে খবর পাঠ করে অভিনব প্রতিবাদ

চোখে ব্যান্ডেজ দিয়ে খবর পাঠ করে অভিনব প্রতিবাদ

0

সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে গুলি করে এক সাংবাদিকের চোখ অন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী।

সোমবার রাত ৯ টার খবরে ফিলিস্তিন টিভির দুই সংবাদ উপস্থাপককে চোখে ব্যান্ডেজ পরে সংবাদ পড়তে দেখা যায়। জানা যায় অভিনব এই প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। ওই সাংবাদিকের সঙ্গে সংহতি প্রকাশ করে চলছে মানববন্ধনও।

বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে ইসরাইলের এই ঘটনায় । তাই এক চোখে ব্যান্ডেজ পরে অভিনব প্রতিবাদ করছেন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা।

জানা যায়, শুক্রবার এক বিক্ষোভ কভারেজের সময় ইসরাইলি বাহিনীর গুলিতে বাম চোখ হারান ৩৫ বছর বয়সী ফিলিস্তিনি ফ্রিল্যান্স ফটো সাংবাদিক মুয়াত আমারনেহ।

মুয়াতের সহকর্মীরা জানান, হেবরনের কাছে একটি বিক্ষোভ চলাকালীন ইসরাইলি বাহিনী আমারনেহকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আমারনেহর পরিবার জানিয়েছে, আমারনেহ তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন, গুলি লেগে তার চোখ নষ্ট হয়ে গেছে। পেশাগত দায়িত্ব পালনের সময় চোখ হারানোয় আমারনেহর সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্বের গণমাধ্যম কর্মীরা। প্রতিবাদ হিসেবে সবাই তাদের এক চোখ ঢাকা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *