fbpx
হোম প্রবাস চেঞ্জ টিভির তথ্য পেয়ে উদ্যোগী হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চেঞ্জ টিভির তথ্য পেয়ে উদ্যোগী হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চেঞ্জ টিভির তথ্য পেয়ে উদ্যোগী হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহযোগিতায় আগামী ১০ মে দেশে ফিরবেন এক হতভাগা নারী। নাম শারমীন আক্তার। বাড়ি বরিশাল।

সম্প্রতি একটি মানব পাচার চক্রের খপ্পরে পড়ে সৌদি আরবে পাড়ি দেন শারমীন। এর কয়েকদিন পরেই বিষয়টি নজরে আসে চেঞ্জ টিভির।

ওই সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি চেঞ্জ টিভিকে জানান, মেয়েটি গার্মেন্টস কর্মী। তাকে নানাভাবে বুঝিয়ে কৌশলে ফ্লাইট ভাড়া ছাড়াই বিদেশে আয় করার সুযোগ করে দেবে বলে আশ্বাস দিয়ে সৌদি আরবে নিয়ে যায়। তাকে টিকেট পর্যন্ত দেখানো হয়নি বলে জানায় ওই তথ্যদাতা।

পরবর্তীতে শারমীন সেখানে গিয়ে মানব পাচারকারীদের কথার সঙ্গে কোনো মিল না পেয়ে হতভম্ভ হয়ে যান। এরপর নানা ধরণের সমস্যায় পড়েন যা পরবর্তীতে শারমীন সেই ব্যক্তির মাধ্যমে চেঞ্জ টিভিকে ভিডিওকলে বিস্তারিত অবগত করেন।

মুলত তার অনুরোধের বিষয়টি পরবর্তীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে অবগত করলে, তিনি সেই মেয়ের অবস্থান দ্রুত নির্ধারণ করে দেশে ফিরিয়ে আনার সকল ব্যবস্থা করেন।

প্রতিমন্ত্রী চেঞ্জ টিভিকে এক বার্তায় জানান, আগামী ১০ মে শারমীনকে দেশে আনার জন্য ফ্লাইটের টিকেট নিশ্চিত করা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry
3

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *