fbpx
হোম আন্তর্জাতিক চীন-ভারত সীমান্তে ভয়াবহ উত্তেজনা !
চীন-ভারত সীমান্তে ভয়াবহ উত্তেজনা !

চীন-ভারত সীমান্তে ভয়াবহ উত্তেজনা !

0

চলছে করোনাকাল । তবুও চীন-ভারত সীমান্তে বাজছে যুদ্ধের নাকাড়া ।  থমথম করছে গোটা লাদাখ। তৈরি হয়েছে সঙ্ঘাতের পরিস্থিতির। প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে এবার চীনা সেনার প্রস্তুতি আগেরবারের চেয়ে একেবারেই অন্যরকম। বেইজিং থেকে আরও দু’ থেকে আড়াই হাজার সেনা মোতায়েন করেছে প্যাংগং সো আর গালওয়ান উপত্যকায়। গালওয়ানে বেজিং বাঙ্কার তৈরিরও চেষ্টা চালাচ্ছে । প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বিতর্কিত এলাকাগুলোতে সেনা সমাবেশ বাড়িয়েছে ভারতও। ফলে, ২০১৭-র ডোকলাম পরিস্থিতির পর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চীনের মধ্যে বৃহত্তম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এরকম খবর জানিয়েছে ভারতের জনপ্রিয় বাংলা পত্রিকা দৈনিক আনন্দবাজার ।

সমর বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতির যেভাবে অবনতি ঘটছে, তাতে দু’পক্ষ তড়িঘড়ি কোনও সমঝোতায় পৌঁছতে না পারলে রণক্ষেত্র হয়ে উঠতে পারে প্যাংগং সো, গালওয়ান উপত্যকা, ভারতীয় চৌকি ‘কেএম১২০’সহ ভারত-চীনের মধ্যে ৩ হাজার ৪৪৮ কিলোমিটার লম্বা প্রকৃত নিয়ন্ত্রণরেখা।

সেনা সূত্রের খবর, ভারতের পক্ষে সবচেয়ে উদ্বেগজনক হয়ে উঠেছে, কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় চীনা সেনার উপস্থিতি ও তাদের সংখ্যাবৃদ্ধি। যেটা সবচেয়ে বেশি হয়েছে গালওয়ান উপত্যকায়। উপত্যকার ওল্ডি রোডে যেমন এ মাসের গোড়া থেকেই চীনের সেনা সমাবেশ বাড়তে শুরু করেছে, তেমনই দারবুক, শায়ক ও দৌলত বেগে গত তিন সপ্তাহে বেড়েছে চীনা সেনার সংখ্যা। ভারতীয় চৌকি ‘কেএম-১২০’-র আশপাশে চীনা সেনা সমাবেশ দেখা গিয়েছে।
তথ্যসূত্র: দৈনিক আনন্দবাজার, ভারত
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *