fbpx
হোম আন্তর্জাতিক চীনের সাবেক উপ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
চীনের সাবেক উপ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

চীনের সাবেক উপ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

0

চীনের কমিউনিস্ট পার্টির নেতা ও সাবেক উপ প্রধানমন্ত্রী ঝাং জেলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন দেশটির টেনিস তারকা পেং শুয়াই।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে এক পোস্টে পেং শুয়াই জানিয়েছেন, ঝাং জেলি যৌন সম্পর্কে যেতে ‘জোর করেছেন’ পেং শুয়াইকে। খবর বিবিসির।

প্রথম সারির রাজনীতিবিদের বিরুদ্ধে প্রথমবারের মতো এমন গুরুতর অভিযোগ আসার চীনের কমিউনিস্ট পার্টিতে শুরু হয়েছে তোলপাড়।

তবে ঝাং জেলির এই গুরুতর অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ঝাং জেলি।

ইতোমধ্যে পেং শুয়াইয়ের পোস্ট চীনের ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দ্বৈত টেনিসে সাবেক নাম্বার ওয়ান পেং শুয়াইকে সার্চ ইঞ্জিনেও নিষিদ্ধ করেছে চীন। কিন্তু তার আগেই পেং শুয়াইয়ের পোস্ট ভাইরাল হয়ে গেছে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঝাং জেলির বিরুদ্ধে আনীত অভিযোগ নিয়ে যারা ওয়েইবোতে পোস্ট করছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও এসেছে গণমাধ্যমে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সার্চ ইঞ্জিনে পেং শুয়াইয়ের নাম লিখলে সাত শতাধিক কনটেন্ট দেখালেও তাতে ক্লিক করলে সাত শতাধিক ফলাফল আসে। কিন্তু তাতে ক্লিক করলে কোনো কনটেন্ট দেখাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে পেং শুয়াইয়ের ৫ লাখ ফলোয়ার রয়েছে।

৭৫ বছর বয়সী ঝাং জেলি ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চীনের উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। চীনের প্রেসিডেন্ট শিং জিনপিংয়ের ঘনিষ্ট হিসেবেও খ্যাতি রয়েছে তার।

ঝাং জেলিকে উদ্দেশ্য করে পেং শুয়াই তার পোস্টে লিখেছেন, ‘উপ প্রধানমন্ত্রী ঝাং জেলি, আমি জানি আপনি বিশিষ্টজন। আপনি এটাও বলবেন যে আপনি এসবে ভীত নন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *