fbpx
হোম আন্তর্জাতিক চীনের সব সফটওয়্যার নিষিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে
চীনের সব সফটওয়্যার নিষিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে

চীনের সব সফটওয়্যার নিষিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে

0

চীনের সফটওয়্যার নিজ দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মনে করে টিকটকের পাশাপাশি চীনের মালিকানাধীন সব সফটওয়্যার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের বরাতে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

আজ সোমবার (৩ আগস্ট) বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মাইক পম্পেও বলেছেন, চীনের শাসক দল কমিউনিস্ট পার্টির কাছে সরাসরি তথ্য পৌঁছে দেয়- এমন সফটওয়্যারগুলোর একটি হচ্ছে চীনের ভিডিও অ্যাপ টিকটক।

পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ফক্স চ্যানেলকে বলেন, ‘অগুনতি’ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে ব্যবসা করছে। তারা চীনের সরকারের কাছে তথ্য সরবরাহ করে থাকতে পারে। সেসব ডেটায় মুখ শনাক্ত করার প্যাটার্ন, ঠিকানা, ফোন নম্বর এবং অন্যদের সঙ্গে যোগাযোগ-সংশ্লিষ্ট বিষয় যুক্ত থাকতে পারে। তিনি জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘যথেষ্ট হয়েছে’। এবার আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে যাচ্ছি।’

এদিকে ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ টিকটকের প্রতিষ্ঠান অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা চীন সরকারের নিয়ন্ত্রিত নয় বা সরকারের কাছে তথ্য সরবরাহ করে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মাসে সক্রিয় টিকটক ব্যবহারকারী রয়েছে ৮ কোটি। বেশির ভাগের বয়স ২০ বছরের নিচে। অ্যাপটি চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি। বাইটড্যান্সের প্রধান কার্যালয় বেইজিংয়ে। অ্যাপটি চীনে জনপ্রিয় হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সমালোচনাও বেড়েছে। টিকটকের সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে যুক্তরাষ্ট্রে। এর আগে গত ৩০ জুনে ভারত টিকটক, উইচ্যাটসহ চীনা ৫৯টি অ্যাপ বন্ধ করে দেয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *