fbpx
হোম আন্তর্জাতিক চীনের কড়া নজর এবার প্যাংগং লেকের দিকে
চীনের কড়া নজর এবার প্যাংগং লেকের দিকে

চীনের কড়া নজর এবার প্যাংগং লেকের দিকে

0

কয়েক মাস ধরেই চীন-ভারত সীমান্তে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। চীনা বাহিনীর প্রথম থেকেই নজর রয়েছে প্যাংগং লেকের দিকে। চীনা সেনারা হাইস্পিড পেট্রোলিং ক্রাফটের দরুণ নজর রাখছে প্যাংগং লেকের পানিতেও। আর এই কাজে ব্যবহার করা হচ্ছে- Type 305, Type 928D এর মতো বোট।

স্যাটেলাইটের চিত্র বলছে- চীন এখন প্যাংগং লেকের গভীরতা মাপতে শুরু করেছে। এর জন্য ব্যবহার করা হচ্ছে অত্যন্ত উন্নতমানের প্রযুক্তি, যা সাধারণত সাবমেরিনবিরোধী যুদ্ধের জন্য ব্যবহৃত হয়।

৩১ জুলাই, ইন্ডিয়া টুডের ওএসআইএনটি’র একটি টিম জানিয়েছিল- ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮ এর মধ্যে চীনের মোট ১৩টি বোট উপস্থিত রয়েছে। তবে এবার জানানো হয়েছে ফিঙ্গার ৫ এর কাছে আরও আটটি বোট বাড়ানো হয়েছে। চীনা সেনারা এবার প্যাংগংয়ের পানিতে তলদেশ পরীক্ষা করছে। এরজন্য তারা সর্বাপেক্ষা উন্নতপ্রযুক্তি ব্যবহার করতেও পিছপা হচ্ছে না। এমন কিছু যন্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে পানির নীচে লুকিয়ে থাকা সাবমেরিনগুলো চিহ্নিত করা যায়। এছাড়া জানা যায় পানির নিচের খনিজ পদার্থ ও মাটি সম্পর্কেও।

 

 

সূত্র: কলকাতা২৪

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *