fbpx
হোম প্রবাস চিরবিদায় নিলেন শায়খ সুলায়মান বিন আব্দুল আযীয
চিরবিদায় নিলেন শায়খ সুলায়মান বিন আব্দুল আযীয

চিরবিদায় নিলেন শায়খ সুলায়মান বিন আব্দুল আযীয

0

বিশ্বের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক ‘আল রাজেহী’র মালিক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর প্রতিষ্ঠাকালীন সদস্য এবং পৃথিবীর সবচেয়ে বড় খেজুর বাগান ‘রাজেহী বাগান’র মালিক সৌদি আরবের শায়খ সুলায়মান বিন আব্দুল আযীয আল রাজেহী গতকাল ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শায়খ সুলায়মান বিন আব্দুল আযীয পৃথিবীর ১২০ তম ধনী মানুষ, এবং ফোর্বস ম্যাগাজিনের মতে পৃথিবীর শ্রেষ্ঠ ২০ জন মানবিক সহায়তা প্রদানকারীর মধ্যে একজন।

উল্লেখ্য যে, তিনি আল রাজেহী ব্যাংকের ২০ শতাংশ অর্থ সৌদি আরবের দরিদ্র শিশুদের জন্য বরাদ্দ করেছেন। এবং পৃথিবীর সবচেয়ে বড় খেজুরের বাগান আল রাজেহী এর সমস্ত অর্থ ও খেজুর আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছেন। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় এই খেজুর বাগানের কোনো খেজুরই বিক্রয়ের জন্য নয়। এই বাগানের পুরো উৎপাদনই আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেয়া হয়েছে। সে কারণে বিশ্বের সবচেয়ে বড় ‘ওয়াকফ সম্পত্তি’ হিসাবেও এই বাগানকে বিবেচনা করা হয়।

গিনেজ বুক অব ওয়ার্ল্ডে বাগানটি যুক্ত হয়েছে। পুরো রমযান মাসে মক্কা ও মদীনার সব রোযাদারদের খেজুর এই বাগান থেকেই সরবরাহ করা হয়। একই সাথে পৃথিবীর বিভিন্ন দেশে এই বাগানের খেজুর অনুদান হিসেবে পাঠানো হয়। শায়খ সুলায়মান বিন আবদুল আযীয রহ. ছিলেন রাসুল সা. এর অনুপম আদর্শের উৎকৃষ্ট অনুসারী।

মুসলিম উম্মাহর জন্য সদা বিগলিত হৃদয়, চির নিবেদিত মানুষ তিনি। নিঃস্বার্থ ভালোবাসা ও অহংকারহীন বিনয়ের এক আধার ছিলেন তিনি। মহান আল্লাহ্ তাঁকে দুনিয়াতে যেমন সন্মানিত করেছেন আখেরাতেও তার চেয়ে অধিক সম্মানিত করুন। উম্মাহর দরদী ও নিঃস্বার্থ দানশীল এই মানুষটির ভুলভ্রান্তি ক্ষমা করে জান্নাতবাসী করুন।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *