fbpx
হোম অন্যান্য চাইনিজ খাবার আতঙ্ক ছড়াচ্ছে
চাইনিজ খাবার আতঙ্ক ছড়াচ্ছে

চাইনিজ খাবার আতঙ্ক ছড়াচ্ছে

0

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে ভুগছেন চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। আর সেই আতঙ্ক আরও উসকে দিল চাইনিজ খাবার!

সারা বিশ্বেই চাইনিজ খাবারের কদর রয়েছে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের ফলে অনেকেই ছাড়তে বসেছেন চাইনিজ খাবার।

তাদের ধারণা, চাইনিজ ফুডের বিভিন্ন ধরনের সস, চাউমিন থেকেই ছড়াচ্ছে করোনাভাইরাস!

আবার বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়াও বলছে একই কথা। কারণ এর আগেও অনেক ভাইরাস ছড়িয়েছিল ফাস্টফুড ও মাংস থেকেই।

তাই এবারও এমন হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

এদিকে চাইনিজ ফুডের কদরও কমেছে খোদ চীনের বাজারে। ভারতেও চাইনিজ খাবারের প্রতি সাধারণ মানুষের ভীতি তৈরি হচ্ছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন প্রোগ্রামের ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণগুলোর ঝুঁকির তালিকায় চাইনিজ খাবার আওতায় পড়ে না।

চীনে মহামারী রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮। চীন ছাড়াও আরও ২০ দেশে করোনা মহামারীর আকার নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *