fbpx
হোম আন্তর্জাতিক চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ; রিজার্ভ ৫০ হাজার সৈন্য
চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ; রিজার্ভ ৫০ হাজার সৈন্য

চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ; রিজার্ভ ৫০ হাজার সৈন্য

0

মধ্য এশিয়ার দুই প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বিতর্কিত নগরনোকারাবাখ অঞ্চল নিয়ে সংঘর্ষ চলেছে।

এমতাবস্তায় শত্রু দেশ আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য আজারবাইজানের ৫০ হাজার নাগরিক দেশটির রিজার্ভ ফোর্সে নাম লিখিয়েছে। এর আগে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অতিরিক্ত সৈন্য লাগবে বলে আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভে ঘোষণা দিয়েছিলেন।

প্রেসিডেন্টের এই ঘোষণার পর দেশটিরএই নাগরিকরা রিজার্ভ ফোর্সে নাম লেখান। দেশটির আরান নিউজ’র বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে পার্সটুডে।

ওই খবরে বলা হয়, সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভের ওই আহ্বানে সাড়া দিয়ে অন্তত ৫০ হাজার মানুষ রিজার্ভ ফোর্সে নিজেদের নাম লেখায়। এছাড়াও গত কয়েকদিন ধরে দেশটির বিভিন্ন স্থানে জনগণ আর্মেনিয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষোভকারীরা যুদ্ধে অংশ নেওয়ার জন্য যত বেশি সম্ভব মানুষকে রিজার্ভ ফোর্সে যুক্ত হওয়ার জন্যও আহ্বান জানান।

প্রসঙ্গত, গত রবিবার থেকে বিতর্কিত নগরনোকারাবাখের সীমান্ত অঞ্চল তোভুজে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এখনো এই সংঘর্ষ চলছে। এ সংঘর্ষে দু’পক্ষের বহু মানুষ হতাহত হয়েছে।

মূলত আর্মেনিয়া ও আজারবাইজান দুই দেশেই সীমান্ত অঞ্চল নগরনোকারাবাখের মালিকানা দাবি করে আসছে। এ নিয়ে ১৯৮৮ সালে দেশ দুটির মধ্যে প্রথম দ্বন্দ্ব শুরু হয়। আর ১৯৯১ সালে এই দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়। ওই যুদ্ধে নগরনোকারাবাখ অঞ্চলসহ এর পার্শ্ববর্তী সাতটি শহর দখল করে নেয় আর্মেনিয়া। এরপর থেকেই প্রতিবেশি এই দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *