fbpx
হোম আন্তর্জাতিক চরিত্র পরিবর্তন করে আরও ভয়াবহ হচ্ছে করোনা ভাইরাস
চরিত্র পরিবর্তন করে আরও ভয়াবহ হচ্ছে করোনা ভাইরাস

চরিত্র পরিবর্তন করে আরও ভয়াবহ হচ্ছে করোনা ভাইরাস

0

সময়ের ব্যবধানে করোনা ভাইরাসের নতুন নতুন চরিত্র জানতে পারছেন বিজ্ঞানীরা। দিন যতো যাচ্ছে ততই এই ভাইরাসটি নিয়ে আশ্চর্য হচ্ছে বিজ্ঞানীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যালামাস ন্যাশনাল ল্যাবরেটরির একদল গবেষক জানিয়েছেন, ভাইরাসের যে বিবর্তিত ধরনটি (মিউটেটেড স্ট্রেন) ইউরোপে ছড়িয়ে পড়েছে তার সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি।

আমেরিকার প্রথম সারির দৈনিক ‘ওয়াশিংটন পোস্ট’-কে এই তথ্য জানিয়েছেন গবেষক দলটি। জানান, ভাইরাসটি ইউরোপে পৌঁছানোর পর বিবর্তিত হয়ে আরও মারাত্মক হয়ে উঠেছে। আরএনএ ভাইরাসের স্পাইক প্রোটিনই মানুষের কোষে সংক্রমণ ঘটায়। গবেষকদল কোভিড-১৯ ভাইরাসের স্পাইক প্রোটিন বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে এসেছেন যে, মিউটেশনের ফলে ভাইরাসের সংক্রমণ আরও জোরদার হয়েছে।

কোভিড-১৯ এর আশ্চর্যজনক দিক হল অনবরত অদ্ভুতভাবে মিউটেশন হওয়া। কমবেশি সব ভাইরাসই নিজেকে বদলে ফেলে। কিন্তু পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আশ্চর্যজনকভাবে অন্যান্য ভাইরাসের তুলনায় অনেকটাই স্থিতিশীল বলে জানান গবেষকরা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *