fbpx
হোম করোনা চট্টগ্রামে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড
চট্টগ্রামে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড

চট্টগ্রামে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড

0

গতকাল দুই মাসের মধ্যে সর্বনিম্ন করোনা শনাক্তের যে সুখবর পেয়েছিল চট্টগ্রাম, কিন্তু ২৪ ঘণ্টাও লাগেনি সর্বোচ্চ শনাক্তের খবর পেতে। উল্টো করোনা শনাক্তের বড়সড় এক চিত্র দেখলো চট্টগ্রামবাসী।

গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ৩৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একদিনে চট্টগ্রামে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। নতুন শনাক্তদের মধ্যে ২৭৪ জনই নগরের, বাকি ৭২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাতে করে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো আট হাজার ৩৫ জনে। একইসাথে, গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রামে আরও দুই জনের মৃত্যু হয়েছে, দুজনই উপজেলার। ফলে, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৭১ জন।

এদিন করোনা জয় করেছেন আরও ৩২ জন। তাতে করে চট্টগ্রামে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা এখন ৯৬৫। সোমবার (২৯ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামের সরকারি চারটি ও বেসরকারি দুটি ল্যাব এবং কক্সবাজারের একটি ল্যাব মিলিয়ে মোট ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় আরও ৩৪৬ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে নগরের ২৭৪ জন এবং বিভিন্ন উপজেলার ৭২ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড এটি।

উপজেলা পর্যায়ে নতুন করোনা শনাক্ত ৭২ জনের মধ্যে সবচেয়ে বেশি হাটহাজারী উপজেলায়। সেখানে ১৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়। ফটিকছড়ি উপজেলায় পাওয়া যায় দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন। এছাড়া সীতাকুণ্ডে ১০ জন, আনোয়ারায় ৭ জন, পটিয়া ও সাতকানিয়ায় ৫ জন করে, চন্দনাইশে ৪ জন, মিরসরাই ও বাঁশখালীতে ৩ জন করে এবং লোহাগাড়া, বোয়ালখালী, রাঙ্গুনিয়ায় ১ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনা শনাক্তদের মধ্যে পাঁচ হাজার ৫১৫ জন নগরের ও দুই হাজার ৫২০ জন বিভিন্ন উপজেলার এবং করোনায় প্রাণহানি হওয়াদের মধ্যে ১৩১ জন নগরের ও ৪০ জন উপজেলার বাসিন্দা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *