fbpx
হোম অন্যান্য চট্টগ্রামে একাধিক সাংবাদিক, চেয়ারম্যানসহ ১৩২ জন করোনায় আক্রান্ত
চট্টগ্রামে একাধিক সাংবাদিক, চেয়ারম্যানসহ ১৩২ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে একাধিক সাংবাদিক, চেয়ারম্যানসহ ১৩২ জন করোনায় আক্রান্ত

0

চট্টগ্রাম মহানগরী এবং জেলায় একদিনে সর্বোচ্চ ১৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে একজন উপজেলা চেয়ারম্যান এবং একাধিক সাংবাদিক রয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার ফলাফল জানিয়ে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

আজকের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে প্রথম জনপ্রতিনিধি হিসেবে করোনা আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, মঙ্গলবার চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজিটিভ আসে ৫৮ জনের। এর মধ্যে ৫৪ জন চট্টগ্রামের।

অন্য চারজনের মধ্যে নোয়াখালীর ১ জন, লক্ষীপুরের ৩ জন। চট্টগ্রামে নতুন শনাক্তদের মধ্যে ৪৪ জন মহানগর বাসিন্দা। বাকি ১০ জনের মধ্যে রাউজান, হাটহাজারী ও ফটিকছড়িতে ১ জন করে, বাঁশখালীতে ২ জন এবং সীতাকুণ্ড উপজেলার ৫ জন আছেন।

অপরদিকে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৯৫টি নমুনা পরীক্ষা করে ৭৫টি পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামের ৭৪ জন ও কক্সবাজারের একজন রয়েছেন। চট্টগ্রামের ৭৪ জনের মধ্যে মহানগরের বিভিন্ন এলাকার ৭১ জন, সন্দ্বীপের দুইজন ও পটিয়ার ১ জন আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী জানান, চমেক ল্যাবে নতুন শনাক্তদের মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *