fbpx
হোম গণমাধ্যম অনলাইন গুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের মামলা !
গুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের মামলা !

গুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের মামলা !

0

মার্কিন বিচার বিভাগ সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ এবং অন্যায়ভাবে বাজারে নিজেদের একক আধিপত্য তৈরির অভিযোগে মামলা করেছে। এছাড়া দেশটির ১১টি অঙ্গরাজ্যও এতে যোগ দিয়েছে। ১৯৯৮ সালে মাইক্রোসফটের পরে কোনো টেক জায়েন্টের বিরুদ্ধে এতো বড় মামলা যুক্তরাষ্ট্রে এটাই প্রথম। তবে মঙ্গলবার টুইটারে দেয়া এক পোস্টে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে গুগল।

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেশন। গুগল, ইউটিউব ও ক্রোমের মতো নানা সহযোগী সংস্থা রয়েছে প্রতিষ্ঠানটির। তবে মামলাটি করা হয়েছে মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেশনের বিরুদ্ধে। মামলায় অভিযোগ করা হয়েছে, সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিপুল পরিমাণ বিজ্ঞাপন পায় গুগল। সেই বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থ দেয়া হয় বিভিন্ন ফোন কোম্পানিকে, যেন ফোনগুলোর ডিফল্ট সেটিংসে গুগলকে সার্চ ইঞ্জিন হিসেবে রাখা হয়। বস্তুত, অ্যানড্রয়েডও অ্যালফাবেট ইনকরপোরেশনের পণ্য। ফলে অ্যানড্রয়েড ফোনে গুগল, ইউটিউব, ক্রোম ডিফল্ট হিসেবে থাকে। সার্চ ইঞ্জিন হিসেবে গুগল ৯০ শতাংশ বাজার ধরে রেখেছে। অন্য সার্চ ইঞ্জিনগুলো তাদের ধারে কাছেও যেতে পারে না। এভাবে অন্যায় ও বেআইনিভাবে গুগল বাজারে একাই রাজত্ব করছে। কোনো প্রতিযোগিতার আবহ তৈরি করতে দিচ্ছে না।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অভিযোগে এটিই সবচেয়ে বড় মামলা। তবে মামলাটিকে অত্যন্ত ত্রুটিযুক্ত বলে অ্যাখ্যা দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, গ্রাহকদের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে তারা। গেল এক বছর ধরে মার্কিন চার প্রতিষ্ঠান অ্যামাজন, অ্যাপল, ফেসবুক ও গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট তদন্ত চালাচ্ছে দেশটির বিচার বিভাগ। অবশেষে মামলায় গড়াল বিষয়টি। এক বছরেরও বেশি সময় ধরে তদন্ত চালানোর পর এই মামলা দায়ের করা হলো।

বিবৃতিতে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষ গুগল ব্যবহার করে নিজেদের পছন্দে, বাধ্য হয়ে নয়’। গুগলের বিরুদ্ধে করা এই মামলায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য। রাজ্যগুলো হলো- আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইজিয়ানা, মিসিসিপি, মিজৌরি, মনটানা, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস।

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটের বিরুদ্ধে এ ধরনের মামলা হয়েছিল। বস্তুত, সেই মামলার পর ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক পরিবর্তন হয়েছিল। খুলে গিয়েছিল বাজার। প্রচুর সংস্থা ব্যবসায় নেমে পড়ে। সে কারণেই তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে মাইক্রোসফটের বিরুদ্ধে ওই মামলাটিকে মাইলস্টোন হিসেবে দেখা হয়। গুগলের বিরুদ্ধে এই মামলাও কি নেট দুনিয়ায় ব্যাপক পরিবর্তন আনতে পারবে? বিশেষজ্ঞরা এখনই সে বিষয়ে যথেষ্ট নিশ্চিত নন। তাদের বক্তব্য, ১৯৯৮ সালের বাজার আর ২০২০ সালের বাজার এক নয়। গুগল যে সাম্রাজ্য তৈরি করেছে, তা ভাঙা মুশকিল। বস্তুত, মানুষও গুগলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে অন্য কোনও সার্চ ইঞ্জিনের প্রতি নতুন করে মানুষের বিশ্বাস গড়ে তোলা খুব সহজ হবে না।

 

 

 

সূত্র: ডয়চে ভেলে

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *