fbpx
হোম আন্তর্জাতিক গাজায় নিহত শিশুদের নাম ও ছবিসহ নিউইয়র্ক টাইমসে
গাজায় নিহত শিশুদের নাম ও ছবিসহ নিউইয়র্ক টাইমসে

গাজায় নিহত শিশুদের নাম ও ছবিসহ নিউইয়র্ক টাইমসে

0

ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় নিহত শিশুদের ছবিসহ নাম প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস। ‘দে অয়্যার অনলি চিলড্রেন’ শিরোনামে গত ২৬ মে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসরাইলের হামলায় গাজার বিভিন্ন এলাকায় বসবাসরত ৬৬ শিশু মারা গেছে। প্রতিবেদনের শুরুতে বারা আল-গরাবলি নামের এক শিশুর কথা বলা হয়েছে। ১০ মে হামলা শুরুর পাঁচ মিনিট ব্যবধানে পাঁচ বছর বয়সী শিশুটি মারা যায়। ওই দিন সন্ধ্যায় মারা যায় ১৬ বছর বয়সী আরেক শিশু। তার নাম মুস্তফা ওবায়েদ।

প্রতিবেদনে আরো অনেক শিশুর কথা বলা হয়েছে, যারা একে-অপরের আত্মীয় কিংবা ভাইবোন। ফিলিস্তিন ও ইসরাইলের ১১ দিনের যুদ্ধে ২৫০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা। যুদ্ধবিরতির পর ইসরাইল ও হামাস উভয়ে নিজেদের জয় হয়েছে দাবি করেছে। সাময়িক যুদ্ধবিরতি উদযাপন করেছে দক্ষিণ ইসরাইলের বাসিন্দারা। তবে আরেকটি যুদ্ধ সময়ের ব্যাপার বলে মনে করছেন অনেকে।

ধ্বংসকাণ্ড ও প্রাণহানি হিসাব করলে ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতি কয়েকগুণ বেশি হলেও পশ্চিমা মদদপুষ্ট ইসরাইলি বাহিনীকে যুদ্ধবিরতিতে বাধ্য করা হামাসের জন্য বিজয়ের সামিল বলে মনে করছেন বিশ্লেষকেরা। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধের সময় হামাসের নিয়ন্ত্রণাধীন গাজায় এক লাখেরও বেশি লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। ওই জায়গার প্রায় ৮ লাখ লোক পানির সঙ্কটে রয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *