fbpx
হোম আন্তর্জাতিক গাজার জনগণকে সহায়তা করতে চান জো বাইডেন !
গাজার জনগণকে সহায়তা করতে চান জো বাইডেন !

গাজার জনগণকে সহায়তা করতে চান জো বাইডেন !

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা জাতিসংঘসহ অন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গাজার জনগণের জন্য দ্রুত মানবিক সহায়তা প্রদান এবং গাজা পুনর্নির্মাণ চেষ্টায় আন্তর্জাতিক সহায়তা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সুরক্ষা ও নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকা এবং স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্র উপভোগের সমান অধিকার রয়েছে। আমার প্রশাসন এ বিষয়ে নিরলস কাজ করে যাবে।

টানা ১১ দিন রক্তক্ষয়ী লড়াইয়ের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরাইল ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

মার্কিন কংগ্রেসসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের চাপে পড়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে মনে করেছেন বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা।

তবে এ যুদ্ধবিরতিকে নিদের বিজয় বলে আখ্যা দিয়েছে হামাস। যে কারণে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই গাজা, পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনের বিভিন্ন শহরের রাস্তায় নেমে বিজয়োল্লাস শুরু করেছেন তারা।  বিজয়োল্লাসের ভি-সাইন দেখাচ্ছেন। এক প্রতিক্রিয়ায় হামাস নেতা বলেছেন ‘আজ আমাদের ঈদ’।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *