fbpx
হোম অন্যান্য গবেষণায় মানবদেহে নতুন অঙ্গের সন্ধান পেলো বিজ্ঞানীরা !
গবেষণায় মানবদেহে নতুন অঙ্গের সন্ধান পেলো বিজ্ঞানীরা !

গবেষণায় মানবদেহে নতুন অঙ্গের সন্ধান পেলো বিজ্ঞানীরা !

0

প্রোস্টেট ক্যান্সার নিয়ে গবেষণা করার সময় মানুষের গলায় একটি সম্ভাব্য নতুন অঙ্গ খুঁজে পেয়েছেন ডাচ বিজ্ঞানীরা।

বিজ্ঞানভিত্তিক সাময়িকী ‘লাইভ সায়েন্স’ এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লালা গ্রন্থির একটি গুচ্ছ নাকের আড়ালে লুকিয়ে রয়েছে। বহু শতাব্দী ধরে বিভিন্ন মেডিকেল গবেষণার পরও মানবদেহে এমন একটি অঙ্গ যে রয়েছে, যা এতদিন চিকিৎসকদের নজরে আসেনি। তবে নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানী ঠিকই এটা আবিষ্কার করেছেন।

নেদারল্যান্ডসের ক্যান্সার ইনস্টিটিউটের অ্যানকোলজি এবং সার্জারি বিভাগের সার্জন মাথ্যিজস এইচ ভালস্টার বলেন, গবেষণাটি ‘রোমাঞ্চকর’ ছিল, কিন্তু গবেষকরা প্রথমে ‘কিছুটা সংশয়ী’ ছিলেন।

নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা জানান, তারা পূর্বে  উপেক্ষিত গ্রন্থিগুলোর একটি জোড়া আবিষ্কার করেছেন যা মানুষের খুলিতে লুকিয়ে আছে, যেখানে অনুনাসিক গহ্বর এবং গলা মিলিত হয়েছে। চিকিৎসক গবেষকরা গ্রন্থিগুলোকে ‘টিউবারিয়াল লালা গ্রন্থি’ হিসেবে নামকরণের প্রস্তাব দেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *