fbpx
হোম রাজনীতি গণতন্ত্রী পার্টি অংশগ্রহণমূলক নির্বাচন চায়
গণতন্ত্রী পার্টি অংশগ্রহণমূলক নির্বাচন চায়

গণতন্ত্রী পার্টি অংশগ্রহণমূলক নির্বাচন চায়

0

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়েছে গণতন্ত্রী পার্টি। সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় গণতন্ত্রী পার্টি। এছাড়া সব নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার চায় দলটি।

নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংলাপে লিখিত বক্তব্যে এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

শাহাদাত হোসেন বলেন, এবারের কমিশন যেহেতু সাংবিধানিক ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়েছে। তাই আপনাদের (ইসি) কাছে জনগণের দায়িত্ব ও প্রত্যাশা অনেক বেশি। গণতন্ত্রী পার্টি চায় সবদলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। ‘আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেবো’ এ নীতির আলোকে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এছাড়া নির্বাচনে কালো টাকা, পেশীশক্তির ব্যবহার বন্ধ করার লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।

যোগাযোগ করুন 01618641084

গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতাবিরোধী রাজনৈতিকদল ও যুদ্ধাপরাধী ব্যক্তি নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া প্রতিটি ক্ষেত্রেই ইভিএমের মাধ্যমে নির্বাচন করা যেতে পারে। তবে, ইভিএম যেহেতু মেশিন, তাই কোনো অবস্থাতেই যাতে কেউ প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিং না করতে পারে সে ব্যাপারে ইসিকে সর্তক থাকতে হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *