fbpx
হোম রাজনীতি খোকার মরদেহ ঢাকায়, সমাহিত হবেন জুরাইন কবরস্থানে
খোকার মরদেহ ঢাকায়, সমাহিত হবেন জুরাইন কবরস্থানে

খোকার মরদেহ ঢাকায়, সমাহিত হবেন জুরাইন কবরস্থানে

0

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ আজ সকাল ৮ টার পরে ঢাকায় এসে পৌঁছেছে।

এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে দুবাই হয়ে মরদেহ ঢাকায় এসে পৌঁছায় বলে জানা যায়। বিমানবন্দরে সাদেক হোসেন খোকার মরদেহ আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস লাশ গ্রহন করেন। এছাড়াও উচ্চ পদস্থ নেতা ও কর্মীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

গত ৪ নভেম্বর নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান খোকা। ওইদিন রাতে নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হলে সব আনুষ্ঠানিকতা শেষে নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটের ফ্লাইটে ঢাকার পথে মরদেহ নিয়ে স্বজনরা রওনা হন।

আজ ১১ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ১২ থেকে ১টা পর্যন্ত শহীদ মিনারে রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নামাজে জানাজা শেষে ৩টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বাদ আসর নিজস্ব বাসভবনে জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে এই বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *