fbpx
হোম আন্তর্জাতিক কয়েক বছর লাগবে করোনা ওষুধ তৈরী হতে !
কয়েক বছর লাগবে করোনা ওষুধ তৈরী হতে  !

কয়েক বছর লাগবে করোনা ওষুধ তৈরী হতে !

0

করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ভ্রমণের নিষেধাজ্ঞা, গণ-জমায়েতের ওপর বিধি-নিষেধ, ইত্যাদি কারণে সাধারণ মানুষের প্রয়োজন আজ স্থবির হয়ে পড়েছে । গোটা বিশ্ব যেনো আজ বন্দি করোনা ভাইরাসে ।

বিবিসি সূত্র বলছে, আগামী ১২ সপ্তাহের মধ্যে এই করোনা ভাইরাসের ‘ঢেউ উল্টোপথে ঘুরিয়ে’ দিতে সক্ষম হবে ব্রিটেন এমনটাই মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিশেষজ্ঞরাও বলছেন, আগামী ৩ মাসের মধ্যে আক্রান্তের সংখ্যা কমে আসলেও করোনা ভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হতে অনেক সময় বাকি। সম্ভবত কয়েকবছর পর্যন্ত সময় লাগতে পারে।

বিধি-নিষেধ আরোপের ফলে করোনা ভাইরাসের বিস্তার অনেকটা ঠেকিয়ে রাখা সম্ভব হয়েছে। এসব বিধি-নিষেধ তুলে দিলে সংক্রমণের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। তবে, যেভাবে বড় বড় শহর বন্ধ রাখা হচ্ছে এবং মানুষের দৈনন্দিন চলাফেরারা ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, সেটি দীর্ঘমেয়াদি চালিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ এর সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব মারাত্মক।

সংক্রামক রোগ বিষয়ক অধ্যাপক মার্ক উলহাউজ বলেন, এখান থেকে বেরিয়ে আসার কৌশল কী হবে এবং সেখান থেকে আমরা কীভাবে বের হয়ে আসবো- এনিয়ে নিয়ে বড় ধরনের সংকট কাজ করছে। তবে তিনটি উপায়ে মোকাবেলা করা যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। এগুলো হলো-

১. টিকা দেয়া

২. বহু মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণের ফলে তাদের মধ্যে এ নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে

৩. অথবা স্থায়ীভাবে মানুষ এবং সমাজের আচার-আচরণে পরিবর্তন নিয়ে আসা

করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য বিশ্বজুড়ে তৎপরতা চলছে। গবেষকরা জানিয়েছেন, করোনার টিকা বাজারে আসতে আরও ১২ থেকে ১৮ মাস সময় লাগতে পারে। এই টিকা গ্রহণ করলে করোনা ভাইরাসের সংস্পর্শে আসলেও তারা অসুস্থ হবে না। তাহলে এই ভাইরাসও ছড়িয়ে পড়বে না।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *