fbpx
হোম আন্তর্জাতিক আযানের অনুমতি দিলো স্পেন প্রশাসন
আযানের অনুমতি দিলো স্পেন প্রশাসন

আযানের অনুমতি দিলো স্পেন প্রশাসন

0

বিশ্ব যখন করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত , তখন স্পেনও তার বাইরে নয় । সেখানে প্রতিনিয়ত ঝড়ছে শত শত প্রাণ । করোনা আতঙ্কে বিশ্বের অনেক রাষ্ট্র যখন মসজিদে গিয়ে নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সেখানে স্পেন দিয়েছে ভিন্ন খবর ।

করোনা ভাইরাসের ভয়ে এবার প্রকাশ্যে উচ্চ স্বরে আযানের অনুমতি দিলো স্পেন প্রশাসন। আযানের ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়েছে স্পেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সম্মিলিতভাবে আযান দেয় দেশটির মুসলিম কমিউনিটি। স্পেনের বাইরে উচ্চস্বরে আযান দেয়ার অনুমতি না থাকলেও দেশটির প্রশাসন করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের আশায় মুসলমানদের এমন আয়োজনের আবেদনে সম্মতি প্রকাশ করে। আর তাতে স্পেনের মুসলিম কমিউনিটির প্রতিটি দরজা-জানালায় প্রতিধ্বনিত হয় আযানের সুর।

বাংলাদেশিদের মানবাধিকার সংস্থা ‘ভালিয়ান্ডা বাংলা’ দেশটির কর্তৃপক্ষের কাছে আযান দেয়ার অনুমতি নিয়ে আযান প্রচার হলে মুুহুর্তে তা ছড়িয়ে পড়ে। স্পেনের স্থানীয় সংবাদ মাধ্যম ইউরোপা প্রেস এ সংবাদটি প্রকাশ করে। এর আগে ২০১৭ সালে একবার স্পেনের গ্রানাডা-আন্দালুসিয়ার ঐতিহাসিক আলহামব্রা প্যালেসে আযান দেয়া হয়েছিল।

সংস্থার এক সদস্য জানান, স্পেনের কর্তৃপক্ষও আমাদের সে অনুমতি দেয়। সে জন্য সুন্দরভাবে মাদ্রিদ, বার্সেলোনাসহ স্পেনের বিভিন্ন শহরের মুসলিম অধ্যুষিত এলাকায় আযান দেয়া হয়েছে। উল্লেখ্য, স্পেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২১ হাজার ৫৭১ জন। মারা গেছে ১ হাজার ৯৩ জন।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *