fbpx
হোম রাজনীতি ক্ষমতায় গেলে কিবরিয়া হত্যার বিচার করা হবে: ড. রেজা কিবরিয়া
ক্ষমতায় গেলে কিবরিয়া হত্যার বিচার করা হবে: ড. রেজা কিবরিয়া

ক্ষমতায় গেলে কিবরিয়া হত্যার বিচার করা হবে: ড. রেজা কিবরিয়া

0

বিশিষ্ট অর্থনীতিবিদ ও গণঅধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের তদন্ত যারা ঠিকমতো হতে দেয়নি এবং প্রভাবিত করেছে তাদেরও একদিন বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, আমরা বারবার বলে আসছি এ হত্যাকাণ্ডের আসল মদদদাতা কে, হত্যাকাণ্ডে ব্যবহৃত গ্রেনেডের উৎস কি, এ দুটি প্রশ্নের উত্তর বের করতে। কিন্তু এ বিষয়ে তদন্তকারীদের আগ্রহ ছিলো কম, ছিলো রাজনৈতিক হস্তক্ষেপও। এ হত্যাকাণ্ডের বিষয়ে তিনটি অভিযোগপত্র দেয়া হয়েছে। তিনটিতেই ছিলো ভুল। এর একটির সাথে আগেরটির কোনো সম্পর্ক নেই।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে হত্যাকাণ্ডের ১৭ বছরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এই দীর্ঘ সময়েও হত্যা মামলাটির বিচারকাজ শেষ হয়নি।

রেজা কিবরিয়া বলেন, আমাদের দল ক্ষমতায় গেলে আমার বাবা কিবরিয়াসহ সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। যারা তদন্ত হতে দেয়নি এবং প্রভাবিত করেছে তাদেরও একদিন বিচারের আওতায় আনা হবে।

এ সময় গনঅধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নুর বলেন, যদি ৪৩ বছর পর বঙ্গবন্ধু ও যুদ্ধ অপরাধীদের বিচার হতে পারে তাহলে শাহ এ এম এস কিবরিয়াসহ অন্যান্য হত্যারও বিচার করা হবে। এত বছরে কিবরিয়া সাহেবের হত্যার বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক।

শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আতাউল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের রাশেদ খান, ফারুক হাসান, মহাফুজুর রহমান, ডা. শাহ আজাদ, যুবঅধিকারের মনজুর মোরশেদ, তারেক রহমান ও শ্রমিক অধিকারের আব্দুর রহমান।

উপস্থিত ছিলেন- ব্যারিস্টার জিসান মহসিন, শেখ খায়রুল কবির, সোহরাব হোসেনসহ গণ, ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী আওয়ামী লীগের এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। ওই হামলায় তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। আহত হন ৭০ জন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *