fbpx
হোম অন্যান্য কোরআন শোনানোর অভিনব উদ্যোগে ব্যাপক সাড়া !
কোরআন শোনানোর অভিনব উদ্যোগে ব্যাপক সাড়া !

কোরআন শোনানোর অভিনব উদ্যোগে ব্যাপক সাড়া !

0

অভিনব পদ্ধতিতে ইসলামের পরিচিতি তুলে ধরেন একজন ইয়েমেনি তরুণ। কয়েক মুহূর্ত কোরআন শুনলে শ্রোতার জন্য থাকে বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থা। আবদুল আলিম আল আমেরির নামের এই তুরুণ ইসলাম পরিচিতিমূলক ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের টাইম স্কয়ার থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুক ও ইউটিউবে।  মাত্র ২০ সেকেন্ডে পবিত্র কোরআনের সংক্ষিপ্ত সুরা আসর শোনান ইয়েমেনি এই তরুণ। রেকর্ড থেকে সুরলিত কণ্ঠে সুরাটি শুনিয়ে শ্রোতার অভিব্যক্তি শোনা হয়। তা কোন গ্রন্থের ও কোন ভাষায়, তা জিজ্ঞেস করা হয়। এরপর শ্রোতাদের জন্য থাকে ২০ ইউরো করে পুরস্কার।

রাস্তায় চলা পথিকদের ইসলাম সম্পর্কে পুরিপুরি জানানো আমার প্রধান লক্ষ্য নয় বলে জানান আল আমেরি। বরং কোরআন সম্পর্কে জ্ঞান ও তা শুনে তাঁদের অনুভূতি সম্পর্কে জানাই আমেরির প্রধান উদ্দেশ্য।

আল আমেরি পথিকদের মধ্যে পবিত্র কোরআনের ডাচ অনুবাদ ও ইংরেজি অনুবাদ উপহার হিসেবে দিয়ে থাকেন। অত্যন্ত হাসিমাখা মুখে কথা বলে সবার অন্তর আকর্ষণ করেন তিনি। ফলে শ্রোতারা গুরুত্বের সঙ্গে তার কথা শুনেন।

আল আমেরি বলেন, আমস্টারডামের টাইম স্কয়ারে আমি ইসলামের পরিচিতির মূল উদ্যোগটি শুরু করি। এর মাধ্যমে নেদার‌ল্যান্ডবাসীর ইসলাম ও কোরআন সম্পর্কে জানা শোনার পরিধি সম্পর্কে ধারণা লাভ করা যায়। আমেরি নিয়মিত এরকম আয়োজন করে থাকেন। এবং সেগুলো নিজ নামের ইউটিউব চ্যানেলে প্রচার করেন।

ভিডিও লিংক…https://www.youtube.com/watch?v=cp7e8fvzwuY

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *