fbpx
হোম ক্রীড়া কোপা আমেরিকার ইতিহাসে তৃতীয় সেরা ব্রাজিল
কোপা আমেরিকার ইতিহাসে তৃতীয় সেরা ব্রাজিল

কোপা আমেরিকার ইতিহাসে তৃতীয় সেরা ব্রাজিল

0

১০০ বছরেরও বেশি পুরনো টুর্নামেন্ট কোপা আমেরিকা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা খেলে এই টুর্নামেন্টে। এজন্য এই টুর্নামেন্টটিকে নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই। তবে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ব্রাজিল-আর্জেন্টিনাকে ছাপিয়ে এই আসরের সবচেয়ে সফল দল উরুগুয়ে।

প্রাচীন এই টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার শিরোপার মুকুট পরেছে উরুগুয়ে। ১৫টি ট্রফি জিতেছে তারা। তাদের সর্বশেষ ট্রফিটি এসেছে ২০১১ সালে। উরুগুয়ের ঠিক পরেই রয়েছে আর্জেন্টিনা। ১৪বার শিরোপা জিতেছে তারা। সর্বশেষ শিরোপা জিতেছে ১৯৯৩ সালে। সেবার ফাইনালে গ্যাব্রিয়েল বাতিস্তুতার জোড়া গোলে মেক্সিকোকে হারিয়েছিল আর্জেন্টিনা।

কোপায় শিরোপার দিক দিয়ে তিনে রয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা জিতেছে মাত্র ৯ বার। সবর্শেষ ২০১৯ সালে কোপার শিরোপা জিতেছে সেলেসাওরা। এছাড়া দুটি করে শিরোপা জিতেছে প্যারাগুয়ে, চিলি ও পেরু।

বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ আসরে ঘরেই মাঠেই জিতেছে শিরোপা। এবারো তাদের সামনে সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। এরই মধ্যে সেমিফাইনালে উঠে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *