fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা কোতোয়ালি থানার ওসিসহ ৬ পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
কোতোয়ালি থানার ওসিসহ ৬ পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

কোতোয়ালি থানার ওসিসহ ৬ পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

0

ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ এনে রাজধানীর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলেন- কোতয়ালি থানার উপ-পরিদর্শক পবিত্র সরকার (৪২), খালিদ শেখ (৪৫), সহকারী উপ-পরিদর্শক শাহিনুর রহমান (৪২), কনেস্টবল মো. মিজান (৫২) ও সোর্স মোতালেব।

সোমবার (১০ আগস্ট) সোহেল নামে এক কাপড় ব্যবসায়ী ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমানের আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। এএসপি পদমর্যাদার এক কর্মকর্তাকে তদন্তভার দিতে নির্দেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী সোহেলকে গত ২ আগস্ট কোতোয়ালি থানা এলাকার ওয়াজঘাটে মামলার আসামিরা গতিরোধ করেন। এরপর আসামিরা তার দেহ তল্লাশি করে তার পকেটে থাকা দুই হাজার ৯০০ টাকা নিয়ে যান। টাকা ফেরত চাইলে জেএমবি বানিয়ে ক্রসফায়ারের হুমকি প্রদান করেন এবং তার পকেটে ২১৪ পিস ইয়াবা দিয়ে থানা হাজতে নিয়ে যান। এরপর খবর পেয়ে পরিবারের লোকেরা আসলে আসামিরা তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা না পেলে তাকে জেএমবি ও মাদক মামলায় চালান করে দেবে বলে হুমকি প্রদান করেন। এরপর পরিবার আসামিদের ২ লাখ টাকা প্রদান করেন। এরপর বাদীকে নন-এফআইআর মূলে আদালতে চালান করেন। হাজত থেকে বাদী বের হওয়ার পর ঘটনা প্রকাশ করলে ক্রসফায়ারের হুমকি দেন আসামিরা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *