fbpx
হোম অন্যান্য কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ করছেন মাশরাফি
কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ করছেন মাশরাফি

কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ করছেন মাশরাফি

0

চলতি বোরো ধান সংগ্রহে নড়াইলের ৩ উপজেলার মধ্যে সদর উপজেলায় সংগ্রহ করা হয়েছে কৃষকের অ্যাপস। এর মাধ্যমে ইতিমধ্যে লটারীর মাধ্যমে ধান সংগ্রহকারীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। কৃষকের ধান আনতে সুবিধায় পরিবহন খরচ কমাতে এবার সরাসরি কৃষকের বাড়ি থেকে ধান সংগ্রহের জন্য পরিবহন ব্যবস্থা করলেন সংসদ সদস্য মাশরাফি।

আজ দুপুরে নড়াইল সদর উপেজেলার ভাদুলিডাঙ্গা গ্রাম থেকে কৃষকের বাড়ি থেকে ধান সংগ্রহ করে তা মাশরাফির দেওয়া গাড়িতে তুলে গোডাউনে নেওয়া হয়। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, জেলা খাদ্য কর্মকর্তা মো. মনির হাসান, নড়াইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল আলম লিটু এ সময় উপস্থিত থেকে চেক প্রদান করেন।

নড়াইল সদর উপজেলায় এ বছর কৃষকের অ্যাপ এর মাধ্যমে ধান সংগ্রহ হচ্ছে। এই উপজেলায় দুই ধাপে মোট ৩ হাজার ৮২৩ মেট্রিকটন ধান সংগ্রহের জন্য ৩  হাজার ১৩২ জন কৃষক নির্বাচন করা হয়েছে। বাড়ি থেকে ১ হাজার ৪০ টাকা মনে সরকারি ধান ক্রয় করে নিয়ে যাওয়ায় খুশি স্থানীয় কৃষকেরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম বলেন, কৃষকের পরিবহন খরচ কমানোর জন্য আমাদের সংসদ সদস্য মহোদয় পরিবহনের জন্য ব্যবস্থা করেছেন। এতে ধানের সরকারী নায্য মূল্যের পুরোটাই কৃষকের কাছে থাকবে। পরিবহন ব্যয় বহনের জন্য সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, সব কৃষকের বাড়ি থেকে এভাবে পরিবহন খরচ দিয়ে ধান আনা সম্ভব না হলেও অধিকাংশ কৃষকের কাছ থেকেই এভাবে সংগ্রহ অব্যহত থাকবে। আমাদের সংসদ সদস্য মাশরাফি সব সময়ই কৃষকের পাশে থাকেন, এবারও তিনি কৃষকের সহায়তায় ধান পরিবহনের ব্যবস্থা করেছেন।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *