fbpx
হোম আন্তর্জাতিক কাশ্মীর নিয়ে গম্ভীর-আফ্রিদির ঝগড়া
কাশ্মীর নিয়ে গম্ভীর-আফ্রিদির ঝগড়া

কাশ্মীর নিয়ে গম্ভীর-আফ্রিদির ঝগড়া

0

ভারতের গৌতম গম্ভীর আর পাকিস্তানের শহিদ আফ্রিদির শত্রুতা পুরনো। দুজনেই ক্রিকেট থেকে অবসর নিলেও মাঝেমধ্যেই সোশ্যাল সাইটে ঝগড়ায় মেতে ওঠেন। এবার তাদের ইস্যু কাশ্মীর। গতকালই কাশ্মীর উপত্যকা থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সেই কাশ্মীর নিয়ে টুইটারে যুদ্ধে মেতে উঠলেন চিরবৈরী দুই দেশের দুই সাবেক তারকা।

৩৭০ ধারা নিয়ে পুরো ভারত থেকে মিশ্র প্রতিক্রিয়ার ঢেউ আছড়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই সিদ্ধান্তকে স্বাগত জানান ভারতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। তবে, গতকাল সংসদে বিষয়টি উত্থাপনের পর থেকেই এর বিরুদ্ধে কথা বলছে পাকিস্তান সরকার। ঠিক সেই সময়েই এই ধারা প্রত্যাহারের বিরুদ্ধে একটি টুইট করেন সাবেক পাকিস্তানি অল-রাউন্ডার শাহিদ আফ্রিদি।

তিনি লেখেন, জাতিসংঘের সনদ অনুযায়ী কাশ্মীরিদের তাদের প্রাপ্য অধিকারটুকু পাওয়া উচিত, আমাদের সবার মতো স্বাধীনতা তাদেরও প্রাপ্য। এখনও জাতিসংঘ চুপ কেন? বিনা প্ররোচনায় এই আগ্রাসন এবং মানবতার বিরুদ্ধে এই অপরাধ সকলে মনে রাখবে।

এর কিছু পরেই আফ্রিদির বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন গম্ভীর। আফ্রিদিকে তীব্র কটাক্ষের সুরে তিনি লেখেন, একদম ঠিক কথা বিনা প্ররোচনায় আগ্রাসন, মানবিকতার বিরুদ্ধে অপরাধ এই সমস্ত শব্দ ব্যবহারের জন্য ওর প্রশংসা করা উচিত। তবে ও হয়ত বলতে ভুলে গেছে এই ধরনের অধিকাংশ অপরাধই হয় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *