fbpx
হোম আন্তর্জাতিক কাশ্মীর ইস্যুতে ফের উত্তপ্ত পাকিস্তান-ভারত
কাশ্মীর ইস্যুতে ফের উত্তপ্ত পাকিস্তান-ভারত

কাশ্মীর ইস্যুতে ফের উত্তপ্ত পাকিস্তান-ভারত

0
কাশ্মীর ইস্যুতে আবারও উত্তপ্ত ভারত-পাকিস্তান। পার্লামেন্ট অনুমোদন দিলে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর দখলের ঘোষণা দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। তবে আজাদ কাশ্মীরে ভারতের যে কোন আগ্রাসন প্রতিরোধে পাকিস্তানি বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ।

এরমধ্যেই, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ স্থানীয়দের। এদিকে, অবরুদ্ধ জম্মু কাশ্মীর নিয়ে যুক্তরাষ্ট্র এখনো উদ্বিগ্ন বলে বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

স্থানীয়রা জানান, শনিবার রাতভর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার দেগওয়ার গ্রামে অতর্কিত গুলি ও মর্টার হামলা চালায় পাকিস্তানি সেনারা। বলেন, ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের পর এমন ভয়াবহ হামলা আর দেখেননি তারা।

তারা বলেন, প্রায় ১৮ বছর পর এই এলাকাটিতে আবারও পাকিস্তান হামলা করলো। ছোট বড় অনেকগুলো মর্টার হামলা চালিয়েছে তারা। আমার বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে, শ্রীনগর-জম্মু হাইওয়ে থেকে দুই সন্ত্রাসীসহ পুলিশের এক সদস্যকে আটক করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ওই পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসীদের সহযোগিতা করার অভিযোগ রয়েছে। পুলিশের সাহায্য নিয়ে কী উদ্দেশ্যে সন্ত্রাসীরা নয়াদিল্লি যাচ্ছিলো তার তদন্ত চলছে বলেও জানায় কর্তৃপক্ষ।

কাশ্মীর সীমান্তে পাক-ভারত সেনাদের উত্তেজনার মধ্যেই ভারতীয় সেনাপ্রধান বলেছেন, পার্লামেন্ট থেকে নির্দেশনা পেলে আজাদ কাশ্মীর নিজেদের দখলে নিতে প্রস্তুত তারা। এর আগে ক্ষমতাগ্রহণের পরপরই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সামরিক অভিযানের হুমকি দিয়েছিলেন তিনি।

ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেন, অনেক বছর আগে সংসদে একটি প্রস্তাবনা ছিলো যে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরসহ পুরো কাশ্মীরই ভারতের অংশ। এটি সংসদের একটি প্রস্তাবনা, তাই সংসদ যদি চায় আজাদ কাশ্মীর নিয়ন্ত্রণে নিতে আমরা প্রস্তুত।

ভারতের নতুন সেনাপ্রধানের এই হুমকিকে কাশ্মীরবাসীকে দমনের নিয়মমাফিক কৌশল বলছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআরের টুইট বার্তায়, ভারতের যে কোন আক্রমণ প্রতিরোধে পাকিস্তান সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত বলে পাল্টা হুঁশিয়ারি দেয়া হয়।

এদিকে, ১৫টি দেশের প্রতিনিধিদের সাম্প্রতিক কাশ্মীর পরিদর্শনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে জম্মু কাশ্মীরের চলমান জরুরি অবস্থার বিষয়ে দেশটি এখনো উদ্বিগ্ন বলে জানায় মার্কিন পররাষ্ট্র দফতর।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *