fbpx
হোম আন্তর্জাতিক কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের মধ্যস্থতা চায় ইমরান
কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের মধ্যস্থতা চায় ইমরান

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের মধ্যস্থতা চায় ইমরান

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মির সংকট ঘিরে মুখোমুখি অবস্থানে থাকা প্রতিবেশী ভারতের সাথে মধ্যস্থতায় ভূমিকা রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, এটা সহিংসতার সম্ভাব্য উৎসভূমি । জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর এটাই সময় সংঘাত বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া ।

গত বছরের আগস্টে কাশ্মিরের ‘বিশেষ মর্যাদা’ বাতিল করে স্বায়ত্বশাসনের সাংবিধানিক অধিকার খর্ব করে ভারতের বিজেপি সরকার । মুসলমানদের লক্ষ্যবস্তু বানিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের কীভাবে ভারত জবাব দেয়, তা নিয়ে আতঙ্কের কথাও জানিয়েছেন ইমরান খান ।

তিনি বলেন, আমরা এখন সংঘাতের খুবই কাছে অবস্থান করছি । যদি ভারতে এই বিক্ষোভের অবনতি ঘটে, এবং তা থেকে মনোযোগ অন্যত্র চলে যায়, তাহলে কী ঘটবে ?

এদিকে, সুইজারল্যান্ডের দাভোসে ইমরান খানের সঙ্গে বৈঠকে শিগগিরই পাকিস্তান সফরের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি এমন খবর দিয়েছেন ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *