fbpx
হোম আন্তর্জাতিক কাতারে ৫০০ প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত
কাতারে ৫০০ প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত

কাতারে ৫০০ প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত

0

কাতারি ও অভিবাসী মিলিয়ে মধ্যপ্রাচ্যের ছোট দেশ কাতারে প্রায় ২৫ লাখ মানুষের বসবাস, এরইমধ্যে সেখানে করোনায় আক্রান্ত হয়ে তিন বাংলাদেশিসহ মারা গেছেন সাত জন, কাতারে শুক্রবার (১৭ এপ্রিল) রেকর্ড ৫৬০ জনসহ ৪৬৬৩ জন মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, আতঙ্কের বিষয় হল বাংলাদেশ দূতাবাসের সূত্রমতে পাঁচশত বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। ছোট দেশ হিসেবে এতো বেশি আক্রান্ত হওয়ায় আতঙ্কে আছেন প্রবাসীরা।

কাতার ফটিকছড়ি সমিতির সভাপতি আব্দুল আল মঞ্জুর বলেন, কাতারে লাফিয়ে লাফিয়ে বাড়ছেই করোনা আক্রান্তের সংখ্যা, এতো বেশি লোক আক্রান্ত হওয়ায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি, আমরা দেশটিতে পরিবার নিয়ে বসবাস করি, তাই আরও বেশি আতঙ্কের মধ্যে আছি।

কাতার প্রবাসী চট্টগ্রাম সন্দ্বীপের মোহাম্মদ মোক্তাদের মাওলা বলেন, কাতারে তিনজন বাংলাদেশি করোনায় মারা যাওয়ায় চরম আতঙ্কে আছি। ১২ মার্চ থেকে কর্মসংস্থান বন্ধ থাকায় বাসায় অবস্থান করছি, কাতারে বসবাসরত প্রবাসীদের ভাইদের প্রতি অনুরোধ জীবনের নিরাপত্তার জন্য সকল বাংলাদেশিরা সচেতন হন।

কাতার সরকার করোনাভাইরাসে কোন দেশের কতজন নাগরিক আক্রান্ত হয়েছেন তা না জানালেও বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে কাতারে ৫০০-এর বেশি প্রবাসী বাংলাদেশি এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন। কাতারে এ পর্যন্ত ৫৮.৩২৮ জন মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে, কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ৪৬৪ জন মানুষ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *