fbpx
হোম করোনা করোনা সংকট শুরুর পর প্রধানমন্ত্রী একদিনও বিশ্রাম নেননি
করোনা সংকট শুরুর পর প্রধানমন্ত্রী একদিনও বিশ্রাম নেননি

করোনা সংকট শুরুর পর প্রধানমন্ত্রী একদিনও বিশ্রাম নেননি

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘করোনা সংকট শুরু হওয়ার পর অনেকেই বলেছিলেন বাংলাদেশে হাজার হাজার মানুষ মারা যাবে, রাস্তায় লাশ পড়ে থাকবে। তবে বাস্তবতা হচ্ছে, দেশে একজন মানুষও অনাহারে মরেনি।’

বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি সিলেট বিভাগের চার জেলার শতাধিক সংবাদকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘করোনায় মৃত্যুর হার বিশ্বের যে সব দেশে কম, তার চেয়েও কম মানুষ বাংলাদেশে মৃত্যুবরণ করেছে।’ তিনি বলেন, ‘করোনা সংকট শুরু হওয়ার পর গত সাড়ে পাঁচ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনও বিশ্রাম নেননি। করোনা মোকাবেলায় তিনি যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তা অতুলনীয়।’

মন্ত্রী করোনা দুর্যোগকালীন সময়ে দেশের মূল ধারার গণমাধ্যম যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে তা অবিস্মরণীয় বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি দেশের, অর্থনীতির, অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দুষ্টচক্রের বিরুদ্ধে সাংবাদিকদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সিলেট সফরে এসে বিকেলে মন্ত্রী হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। এছাড়া তিনি বাংলাদেশ বেতারের সিলেট আঞ্চলিক কেন্দ্রও পরিদর্শন করেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *