fbpx
হোম অন্যান্য করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সভা
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সভা

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সভা

0

দেশে করোনা রোগী শনাক্তের পর কক্সবাজার জেলাজুড়ে মাস্ক, ও হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে। ফার্মেসি ও দোকানগুলোতে দাম বেশি নেওয়া হচ্ছে।

রবি ও সোমবার করোনা রোগী শনাক্তের পর আরেক দফা বেড়ে গেছে পরিচ্ছন্নতা সামগ্রীর দাম। মিলছেই না হ্যান্ড স্যানিটাইজার, সংকট আছে হ্যান্ড ওয়াশের উপকরণও। মাস্কের চাহিদা আকাশচুম্বি।

এদিকে করোনা ভাইরাস সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে কক্সবাজার জেলা কমিটির সচেতনতামূলক সভা (সোমবার) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় করোনা প্রতিরোধে জেলায় সর্বোচ্চ সতর্কতা নিশ্চিতকরণে সার্বিক প্রস্তুতি, গৃহীত পদক্ষেপ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এতে জেলা প্রশাসক মো: কামাল হোসেন, অতিরক্তি জেলা প্রশাসক মো: মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংসদ আশেক উল্লাহ রফিক উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীরা বলছেন, চাহিদার চেয়ে সরবরাহ কম, তাই এমন সংকট। এদিকে কক্সবাজার শহরের ফুটপাত, চায়ের দোকান, পরিবহনসহ সবখানেই আলোচনার ইস্যু করোনা। সাধারণ মানুষের মধ্যে রোগটি নিয়ে ছড়িয়েছে আতঙ্ক। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি পরিহার করতে হবে জনসমাগম।

তবে মাস্কের বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফাত হোসাইন। শুধু কক্সবাজার জেলা শহরে নয়, পুরো কক্সবাজারেই এ অভিযান নিয়মিত চালানো হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *