fbpx
হোম আন্তর্জাতিক করোনা ভাইরাস উৎপত্তির জন্য দায়ী বাদুর
করোনা ভাইরাস উৎপত্তির জন্য দায়ী বাদুর

করোনা ভাইরাস উৎপত্তির জন্য দায়ী বাদুর

0

করোনা ভাইরাসের উৎস নিয়ে চলছে বিস্তর গবেষণা ।

নানা গবেষনায় বিজ্ঞানীর বলছেন, বাদুর থেকেই উৎপত্তি করোনা ভাইরাস । তাদের দাবি- ভয়ংকরদর্শন প্রাণীটি খাওয়ার কারণেই তা দ্রুত ছড়িয়েছে । প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়ানোর পর এর কারণ হিসেবে গবেষণা শুরু করেন বিজ্ঞানীরা ।

‘2019- nCoV’ ছড়ানোর জন্য এখন পর্যন্ত পাওয়া তথ্য উপাত্ত থেকে গবেষকরা দায়ী করছেন বাদুরকে ।

সিঙ্গাপুরের গবেষক ড. ড্যানিয়েল এন্ডারসন বলেন, বাদুরের শরীরে করোনা ভাইরাস বহন করার প্রমাণ মিলেছে । বাদুরের মাংস, মুত্র কিংবা লালা, যেকোনো ভাবেই তা ছড়াতে পারে মানুষের মাঝে । চীনে খাদ্য হিসেবে বাদুর জনপ্রিয় হওয়ায়, মানুষের শরীরে তা  দ্রুত ছড়িয়েছে । সার্সধর্মী ভাইরাসটির মূল বহনকারী বাদুর হওয়ায়, প্রাণীটি খাওয়া কিংবা এর সংস্পর্শে আসাকে বিপদজনক বলছেন তারা ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *