fbpx
হোম আন্তর্জাতিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সৎকার করতে মমতার ব্যানার্জির আহবান
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সৎকার করতে মমতার ব্যানার্জির আহবান

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সৎকার করতে মমতার ব্যানার্জির আহবান

0

ভারতের পশ্চিমবঙ্গে করোনায় প্রথম মারা যাওয়া দমদমের বৃদ্ধের দেহ সৎকার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিল পুলিশ। চলে স্থানীয়দের ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর। বিশাল পুলিশ বাহিনী গিয়ে নিমতলা শ্মশানে গভীর রাতে দেহ সৎকারের ব্যবস্থা করে। তারপরই সরকার সিদ্ধান্ত নেয়, করোনা আক্রান্ত কোনও হিন্দুর মৃত্যু হলে দেহ সৎকার করা হবে ধাপায়। কিন্তু বেলঘড়িয়ার বৃদ্ধের মৃত্যুর পরও স্থানীয়দের প্রবল বিক্ষোভ, অবরোধে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আক্ষেপের সুরে বললেন, ‘কেউই হয়ত চায় না, তাঁর এলাকায় কোনও করোনা রোগীর দেহ সৎকার হোক, এলাকার হাসপাতালে কোনও করোনা আক্রান্ত আসুক। কিন্তু এটা তো লড়াইয়ের সময়। এভাবে আতঙ্কে না থেকে মানবিক হতে হবে আমাদের। চিকিৎসা দিতে হবে সবাইকে।’ মমতা আরো বলেন, ‘স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, মৃত্যুর পর করোনার জীবাণু শরীরে আর থাকে না। তাই হাত জোড় করে বলছি, এভাবে দেহ সৎকার করতে বাধা দেবেন না। আমরা সবাই মানবিক। সেইভাবেই আমাদের চলতে হবে।’ শুক্রবার সরকারি দফতর নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এই আবেদনই করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Like
Like Love Haha Wow Sad Angry
10

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *