fbpx
হোম আন্তর্জাতিক করোনা বিধিনিষেধ অমান্য : পাকিস্তানে ৩৮ ইমাম আটক
করোনা বিধিনিষেধ অমান্য : পাকিস্তানে ৩৮ ইমাম আটক

করোনা বিধিনিষেধ অমান্য : পাকিস্তানে ৩৮ ইমাম আটক

0

গত শুক্রবার বিধিনিষেধ অমান্য করে নামাজ পড়ার কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচিতে অন্তত ৩৮ জন ইমামকে আটক করেছে দেশটির পুলিশ। এফআইআর করা হয়েছে ৮৮ জনের নামে।

বলা হয়, আগামী ৫ এপ্রিল পর্যন্ত মসজিদে জুমার নামাজসহ, জামাত নামাজ নাগরিকদের পড়তে দেওয়া হবে না।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে পেনাল কোডের ১৮৬ ধারা, ১৮৮ ধারা, ২৬৯ ধারা ও সিন্ধু প্রদেশের মহামারী রোগ আইন ২০১৪ এর ৪ ধারা অনুযায়ী এসব এফআইআর দায়ের করা হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, মধ্য জেলায় ২১ জনের নামে এফআইআর এবং ২৩ জনকে গ্রেফতার, পূর্ব জেলায় ২০ এফআইআর, করাঙ্গিতে ১২ এফআইআর ও ২ জনকে আটক, দক্ষিণ জেলায় ৩ এফআইআর ও ১ জনকে গ্রেফতার, এবং করাচিতে ৮ এফ আইআর ও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এফআইআর ভুক্ত ব্যক্তিদের মধ্যে ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের কেয়ারটেকাররাও আছেন বলে খবরে বলা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry
16

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *