fbpx
হোম অন্যান্য করোনা প্রতিরোধে আসছে অ্যান্টি-ভাইরাল পোশাক
করোনা প্রতিরোধে আসছে অ্যান্টি-ভাইরাল পোশাক

করোনা প্রতিরোধে আসছে অ্যান্টি-ভাইরাল পোশাক

0

করোনা পরিস্থিতিতে অ্যান্টি-ভাইরাল কাপড়ের পোশাক নিয়ে হাজির হয়েছে ভারতের টেক্সটাইল সংস্থা অরবিন্দ লিমিটেড।

সুইজারল্যান্ডের টেক্সটাইল সংস্থা হেইক এবং তাইওয়ানের স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি জিনটেক্স কর্পোরেশনের সঙ্গে একযোগে ভারতে প্রথমবার হেইক ভাইরোব্লক প্রযুক্তির কাপড় উৎপাদন করবে তারা।

অরবিন্দের দাবি, হেইক ভাইরোব্লক প্রযুক্তিতে তৈরী পোশাক সক্রিয়ভাবে ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম। এই পোশাকের সংস্পর্শে মুহূর্তের মধ্যে ভাইরাস-ব্যাকটেরিয়া শেষ হয়ে যাবে। ফলে কাপড়ের মাধ্যমে রোগজীবাণু সংক্রমণের আশঙ্কা অনেকাংশেই কমে যাবে।

অ্যান্টি-ভাইরাল কাপড় বাজারে আনার কথা ঘোষণা করেছেন অরবিন্দ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর কুলিন লালভাই। এক বিবৃতিতে তিনি বলেছেন, কোভিডের কারণে বিশ্ব এক নজিরবিহীন সংকটের মধ্যে পড়েছে। এই বিপদের দিনে আমরা আমাদের গ্রাহকদের সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণে ভাইরোব্লক প্রযুক্তি ভারতে আনার জন্য হেইকয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। অল্পসময়ের মধ্যেই আমরা সর্বোত্তম মানের ভাইরাস সুরক্ষা-সহ ফ্যাশনেবল কাপড় ভারতীয় বাজারে আনব।

সুইস টেক্সটাইল সংস্থা হেইক-এর তৈরী উন্নত অ্যান্টি-ভাইরাল পণ্যগুলির মধ্যে অন্যতম হেইক ভাইরোব্লক। উন্নত সিলভার ও ভ্যাসিক্যাল প্রযুক্তির বিশেষ মেলবন্ধনে তৈরী হেইক ভাইরোব্লক প্রযুক্তি সার্স বা করোনাভাইরাসের উপরেও বিশেষ কার্যকরী বলে সুইস এই সংস্থার দাবি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *