fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা করোনা পরিস্থিতিতেও বন্ধ হচ্ছে না চাল চুরি !
করোনা পরিস্থিতিতেও বন্ধ হচ্ছে না চাল চুরি !

করোনা পরিস্থিতিতেও বন্ধ হচ্ছে না চাল চুরি !

0

মহামারী করোনা ভাইরাস। অসহায়েরা পড়েছেন চরম বিপাকে। প্রধানমন্ত্রী তাই বরাদ্দ দিয়েছেন কোটি কোটি টাকা।

কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুঁশিয়ারি সত্ত্বেও দেশে চাল চুরি বন্ধ হচ্ছে না। ৮ জেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩৭৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এসব চাল আত্মসাতে জড়িত স্থানীয় আওয়ামী লীগ নেতা, তাদের পরিবারের সদস্য, ইউপি সদস্য, ডিলার ও গ্রামপুলিশ। অভিযুক্তদের জরিমানাও করেছে ও কারাদণ্ড দিয়েছে প্রশাসন। কিন্তু তারপরও এর মধ্য দিয়ে চলছে এই চাল চুরির মহা উৎসব।

জব্দ চালের মধ্যে রয়েছে নেত্রকোনার কেন্দুয়া ও রংপুরের পীরগঞ্জে ৯০ বস্তা করে, চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৬৫ বস্তা, বগুড়ার সোনাতলায় ৫০ বস্তা, ফরিদপুরের সালথায় ১৪ বস্তা, কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৫ বস্তা, শেরপুরে ৩৩ বস্তা এবং নওগাঁর রানীনগরে ৯ বস্তা। এছাড়া জামালপুরে ১৫০০ কেজি ও পিরোজপুরের নাজিরপুরে ১০৮০ কেজি চাল উদ্ধার হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *